পরিবহন শ্রমিকদের স্বাস্থ্য রক্ষার উপকরণ ও ঝুঁকি ভাতা দাবি….পরিবহন শ্রমিকদের ফেডারেশন

0
116
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : বাংলাদেশ অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আবুল হোসাইন এবং সাধারণ সম্পাদক মোঃ গোলাম ফারুক এক যুক্ত বিবৃতিতে বলেন, পরিবহন শ্রমিকগণ যাত্রীর সেবক। এ সকল পরিবহন শ্রমিকগণ তাদের জীবনের ঝুঁকি নিয়ে দিন রাত সেবা দিয়ে আসছে। মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি/সম্ভাবনা নিয়ে তারা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাত্রী সেবায় নিয়োজিত রয়েছে। তাদের নেই কোন ব্যক্তিগত সুরক্ষা, নেই ঝুঁকি ভাতার ব্যবস্থা। নেতৃবৃন্দ বলেন, এ বিষয়ে ফেডারেশনের পক্ষ থেকে গত ৯ এপ্রিল ২০২০ তারিখে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং গত ৩ জুন ২০২০ তারিখে ঢাকা রিপোটৃার্স ইউনিটিতে সাগর-রুনি হরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এসকল দাবি জানানো হয়। নেতৃবৃন্দ আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন এই মহামারী করোনা মোকাবেলায় যারা মানুষের সেবায় নিয়োজিত থাকবে তাদের ব্যক্তিগত নিরাপত্তা ও ঝুঁকি ভাতার ব্যবস্থা থাকবে। আমরা লক্ষ করছি যে, অন্যান্য সকলের সব ব্যবস্থা থাকলেও পরিবহন শ্রমিকদের ব্যক্তিগত সুরক্ষা বা ঝুঁকিভাতার ব্যবস্থা গ্রহণ করা হয়নি। শ্রমিকগণ ব্যক্তিগত সুরক্ষা ছাড়া গাড়ী চালানোর ফলে কোনভাবে ক্ষতিগ্রস্থ হলে তার দায়ভার সরকারকে বহন করতে হবে। তাই পরিবহন শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে অনতিবিলম্বে ব্যক্তিগত সুরক্ষা ও ঝুঁকিভাতার ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানান। নেতৃবৃন্দ আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী প্রণোদনা প্যাকেজের কথা ঘোষণা করেছিলেন এবং ত্রণ মন্ত্রণালয় ২৯-০৩-২০২০ তারিখে প্রজ্ঞাপণের মাধ্যমে পরিবহন চালকদের প্রণোদনার কথা বলা হয়েছে। যার ফলে চালকগণ নির্দেশ মোতাবকে স্ব স্ব জেলায় প্রশাসকের অফিসে লাইসেন্স নাম্বারসহ তালিকা জমা দিয়েছিল। উল্লেখ্য যে, বর্তমানে দেশে ৭ লক্ষ পরিবহন এবং ১০ লক্ষ পরিবহন চালক রয়েছে। কিন্তু পরিতাপের বিষয় এই যে, প্রণোদনার বিষয়ে কোন ইতিবাচক সাড়া চালকগণ পায়নি। ফলে, চালকগণ হতাশার মধ্যে আছে। তাই এই বিষয়েও জরুরিভাবে ব্যবস্থা গ্রহণের জন্য জোর আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here