
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধি: মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে বৃহস্পতিবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু।
সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানের পূর্বে বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল আলম। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন, রাজিনারা টুনি, থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির উদ্দিন মন্ডল প্রমুখ। পরে উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত করা হয়। শেষে উপজেলার ৪ জন শ্রেষ্ট মৎস্যচাষীকে ক্রেস্ট প্রদান করা হয়।
