পাঁচবিবিতে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের দাফন সম্পন্ন

0
129
728×90 Banner

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও বাগজানা ইউনিয়ন পুলিশিং কমিটির আহবায়ক আনোয়ার হোসেনের (৬৫) দাফন সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্প্রতিবার দুপুর সাড়ে ১২ টার তার উপজেলার বাগজানা ইউনিয়নের সোনাপুরস্থ নিজ বাসভবনে পাঁচবিবি খানা পুলিশের পি এস আই আহম্মদ আলীর নেতৃতে একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনারে সালাম গ্রহন করেন সহকারী কমিশনার ( ভূমি) আশিক রেজা। এসময় উপস্থিত ছিলেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মিছির উদ্দিন, জেলা পরিষদ সদস্য আফজাল হোসেন আঙ্গুর, বাগজানা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউনুছ আলী, সাধারন সম্পাদক হাফিজার রহমান, বাগজানা ইউপির প্যানেল চেয়ারম্যান আরিফ হোসেন, সাবেক চেয়ারম্যান জামাত আলী প্রমুখ। পরে সোনাপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে জাতীয় পতাকায় ঢেকে মরহুমের লাশ পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।
আনোয়ার হোসেন দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে বাড়ীতে শয্যাশায়ী ছিলেন। আজ বৃহস্প্রতিবার ভোরে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here