পাবনায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন

0
72
728×90 Banner

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে পাবনা সম্মিলিত সাংস্কৃতিক জোট। শনিবার বেলা সাড়ে ১০টায় পাবনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সভাপতি ফরিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেওয়ান মাযহার মুন্নুর পরিচালনায় বক্তব্য রাখেন জোটের সাবেক সভাপতি আবুল কাশেম, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান খোকন, রবিউল ইসলাম, অর্থ সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চু, অ্যাড. মুশফিকা জাহান কণিকা, বিপ্লব ভট্টাচার্য, আনিসুর রহমান প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিটি সাংস্কৃতিক কর্মীকে ১০ হাজার টাকা সরকারি ভাতার আওতায় আনতে হবে। অর্থ বছরের বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধিসহ দেশব্যাপী সাংস্কৃতিক সংগঠনগুলোর মাঝে জায়গা বরাদ্দ, প্রতিটি উপজেলায় শিল্পকলা কর্মকতা নিয়োগ, বেতার টিভিতে সকল প্রতিষ্ঠানের শিল্পীদের আর্থিক সহযোগিতা, একমুখী শিক্ষা চালু করাসহ ৮ দফা দাবি অবিলম্বে সরকারকে বাস্তবায়ন করতে হবে।
এসময় বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here