পাবনা পৌর মেয়রের সাথে নিসচা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

0
108
728×90 Banner

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : সড়ক দুর্ঘটনা রোধকল্পে জনসচেতনতা বৃদ্ধি ও শহরের বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে পাবনা পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) পাবনা জেলা শাখার নেতৃবৃন্দ। বেলা ১টায় পাবনা পৌরসভায় মেয়রের কার্যালয়ে সংগঠনের বিভিন্ন জনকল্যাণ ও জনসচেতনামূলক কর্মকান্ড তুলে ধরেন নিসচা পাবনা জেলা শাখার সভাপতি খন্দকার গোলাম হাসনাইন কোয়েল।
এসময় নিসচা পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান রাসেল, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ও নিসচা পাবনা জেলা শাখার কার্যকরী সদস্য স্থপতি আবু রায়হান রুবেল, ইমরান শেখ; নিসচা পাবনা জেলা শাখার দূর্ঘটনা, অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক আর কে আকাশ, কার্যকরী সদস্য মো. মুরাদ হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
পৌর শহরের প্রবেশমূখে টার্মিনালস্থ সড়কপথের স্পিড ব্রেকার-রেলক্রসিং অন্ধকার থাকার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যে এইস্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন মারা গিয়েছেন। সৌজন্য সাক্ষাতে নেতৃবৃন্দ দুর্ঘটনা রোধে উক্তস্থানে বৈদ্যুতিক বাল্প লাগানোর বিষয়টি উপস্থাপন করলে পৌর মেয়র তাৎক্ষণিকভাবে বৈদ্যুতিক বাল্প লাগানোর নির্দেশ দেন। এছাড়াও পাবনা শহরের যানজট নিরসনে প্রত্যেকটি বহুতল মার্কেটের নিচতলায় গাড়ি পার্কিং ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন স্থপতি আবু রায়হান রুবেল।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here