পুত্র সন্তানের মা হলেন কোয়েল মল্লিক

0
279
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন ডেস্ক : লকডাউন পরিস্থিতিতে টলিউডে আনন্দের খবর ছড়িয়ে দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। হ্যাঁ, পুত্র সন্তানের মা হয়েছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় এই নায়িকা।
মঙ্গলবার (৫ মে) ভোর ৫ টায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন টলিউড কুইন কোয়েল। মা ও সন্তান দু’জনেই সুস্থ আছে। কোয়েল-নিসপাল সিং রানে দম্পতি প্রথমবার সন্তানের মা-বাবা হলেন। খুশির বন্যা মল্লিক ও রানে পরিবারে।
এমন আনন্দের খবরে উচ্ছ্বসিত কোয়েলের বাবা ও নন্দিত অভিনেতা রঞ্জিত মল্লিক। তার কথায়, লকডাউনে এর চেয়ে ভালো খবর আর কিছুই হতে পারে না।
চলতি বছরের ১ ফেব্রুয়ারি বিবাহবার্ষিকীর দিন সন্তানের আগমন বার্তা জানিয়েছিলেন টলিউড কুইন কোয়েল। টুইট বার্তায় তিনি স্বামী নিসপাল সিং রানের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘দিন এগোচ্ছে..। লাথি, ঘুসি,ডিগবাজির মধ্যে দিয়ে শরীরের ভিতরে নতুন প্রাণের স্পন্দন অনুভব করছি। জীবনের বুননে ঝকঝকে রুপোলি সুতোর মতো এই গ্রীষ্মেই আসছে আমাদের সন্তান।’
২০১৩ সালে সুরিন্দর ফিল্মসের কর্ণধার নিসপাল সিং রানের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন কোয়েল।

উল্লেখ্য, সফল কন্যা, সফল অভিনেত্রী, স্ত্রী হিসাবে সংসার জীবনে পা রাখার পর এবার নয়া ইনিংস শুরু বাংলার এই তাবড় অভিনেত্রীর।
তবে , মাতৃত্বের এই দায়িত্বের সঙ্গে সঙ্গে তিনি ফের একবার অভিনয় জগতে ফিরবেন কি না তা নিয়ে চলেছে জল্পনা।
এর আগে, ঋতুপর্ণা থেকে শুরু করে বাংলার এক ঝাঁক অভিনেত্রী মা হওয়ার পর ফের একবার অভিনয়ে ফিরেছেন।
বলিউডেও সেই ট্রেন্ড দেখা গিয়েছে। তবে কোয়েলকে তাঁর ভক্তকূল আসন্ন ছবিতে দেখবেন কি না, তার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে বলে মনে করা হচ্ছে। যদিও ইতিমধ্যেই কোয়েল একটি বাংলা ছবির শ্যুটিং সেরেছেন বলে খবর।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here