পূবাইলে লুন্ঠিত মালামাল সহ ৪ ডাকাত গ্রেফতার

0
272
728×90 Banner

মোঃদেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের পূবাইলে বাড়িতে ডাকাতির ঘটনায় ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ। এসময় লুণ্ঠিত মালামাল, ডাকাতির কাজে ব্যবহৃত জিনিস উদ্ধার করা হয়।
রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে পূবাইল থানার ওসি কামরুজ্জামান ডাকাত দলকে গ্রেফতারের বিষয়টি জানান।
গ্রেফতারকৃতরা হলেন, ময়মনসিংহ জেলার দুলাল মিয়ার ছেলে ফারুক (৪২) নেএকোনা জেলার সাব্বির আলীর ছেলে সাগর আলী (৪১) শরীয়তপুর জেলার শরীফ হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (৩০) শরীয়তপুর জেলার দাদন মিয়ার ছেলে লোকমান (২৪) সংবাদ সম্মেলনে ওসি কামরুজ্জামান জানান গাজীপুর মহানগরীর পূবাইলের কুদাব এলাকায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (২৯ জানুয়ারি) রোববার রাত তিনটা থেকে চারটার দিকে ৬-৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা বাড়িটির প্রধান ফটক ভেংগে ভিতরে প্রবেশ করে। পরে ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্রের মুখে, জিম্মি করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে এক রুমে আটকে রেখে লুটপাট চালায়। ওই সময় নগদ ১৩ হাজার টাকা, এগার ভরি স্বর্ণালংকার ও মোবাইল সেট নিয়ে ডাকাতেরা চলে যায়। এ ঘটনায় বাড়িটির মালিক ওকিল উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেন। ঘটনার পাঁচ দিনের মাথায় তথ্য প্রযুক্তির সহায়তায় একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন জেলা থেকে বাকি আসামিদের আটক করা হয়। তাদের কাছ থেকে লুন্ঠিত হওয়া একটি মোবাইল সেট ও ডাকাতির কাজে ব্যবহৃত লোহার তৈরী সাবল উদ্ধার করা হয়। বাকী আসামিদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here