পোরশায় অবৈধভাবে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল ক্রয়ের দায়ে এক ব্যক্তিকে ৭দিনের কারাদণ্ড

0
109
728×90 Banner

সালাউদ্দীন আহম্মেদ, পোরশা(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় অবৈধভাবে খাদ্যবান্ধব কর্মসূচীর ১০টাকা কেজির চাল ক্রয়ের দায়ে মোঃ শাহ জামাল নামক এক ব্যক্তিকে ৭দিনের কারাদণ্ড দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বুধবার দুপুর সাড়ে ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিতপুরে অভিযান চালিয়ে তাকে ৯বস্তা (২৭০ কেজি) চাল সহ আটক করা হয়।
একই সাথে মোবাইল কোর্ট পরিচালনার মাধমে শাহ জামালকে ৭দিনের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ জানান, খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি দ্বরে যে চাল গরীবদের দেওয়া হয় সেগুলা উনি গরীবদের কাছ থেকে কম দামে ক্রয় করে অপরাধ করেন।
তাই অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রন আইন, ১৯৫৬ এর ৩ ধারার অপরাধ এ ৬(১) মোতাবেক ৭ দিন জেল দিয়ে ওই চাল জব্দ করে তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ, শাহ জামাল নিতপুর বাঙালপাড়া গ্রামের আব্দুল তাদের এর ছেলে। উপজেলার গেট সংলগ্ন জান্নাতুন খাদ্যঘর নামক একটি দোকান রয়েছে তার।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here