
ডেইলি গাজীপুর প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি বলেছেন, তার নির্বাচনী এলাকার একজন মানুষও খাদ্যের অভাবে না খেয়ে মারা যাবে না। প্রত্যেকের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে।
শনিবার (৪ এপ্রিল) সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম কেআরএস ইনস্টিটিউশন মাঠে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।একাব্বর হোসেন বলেন, সরকারের পাশাপাশি আমি আমার ব্যক্তিগত খাদ্য সহায়তা চালু রাখবো। এছাড়া দলীয় নেতাকর্মীরা ইতোমধ্যে নিজ নিজ অবস্থান থেকে কর্মহীনদের খাদ্যসহায়তা দিয়ে যাচ্ছেন। তাই এমতাবস্থায় ঘরে অবস্থান করে করোনার বিরুদ্ধে যুদ্ধে সবাইকে শরিক হতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেকের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।






