‘বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো শ্রমজীবী অভুক্ত থাকবে না’

0
139
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেছেন, করোনাভাইরাসের প্রভাবে বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো অসহায় শ্রমজীবী অভুক্ত থাকবে না। করোনাভাইরাসের কারণে ঘরে থাকা হতদরিদ্র কেউ খাদ্য অভাবে মারা না যান, সে লক্ষ্যে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা পদক্ষেপ নিয়েছেন। হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের একান্ত কাম্য। মানবিক দিক বিবেচনা করে আমার এই উদ্যোগ অব্যাহত থাকবে।
সোমবার (৬ এপ্রিল) নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের অর্থায়নে বরিশালের গৌরনদী উপজেলার মেদাকুল গ্রামে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে দুস্থ ১ হাজার পরিবারের মাঝে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি মসুরের ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ প্যাকেট লবণ, ১টি সাবান বস্তাবন্দি করে বিতরণ করা হয়েছে।ত্রাণসামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে ফাউন্ডেশনের সভাপতি বিলকিস আক্তার, ব্যবসায়ী বিল্টু রঞ্জন সাহা, অশোক দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here