প্রধানমন্ত্রীকে জিএম কাদেরের চিঠি

0
169
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : করোনাভাইরাস সংকট মোকাবিলায় সরকারের ত্রাণ কার্যক্রমসহ সকল কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে চায় জাতীয় পার্টি। দেশের এমন দুর্যোগ মোকাবেলায় জাতীয় পার্টির প্রস্তুতি ও আগ্রহের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন দলের চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় পার্টির চেয়ারম্যান স্বাক্ষরিত চিঠিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়।
চিঠিতে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘এই দূর্যোগময় মুহুর্তে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে জনগণের পাশে আছে। জনগণের কল্যাণে যেকোনো কাজ করতেই প্রস্তুত আছে জাতীয় পার্টি। তাই কারোনাভাইরাস মোকাবিলায় সরকারের নেওয়া যেকোনো কাজে জাতীয় পার্টির অংশগ্রহণে আগ্রহী।’
চিঠিতে আরও বলা হয়, ‘জাতীয় পার্টি ইতিমধ্যেই করোনাভাইরাস মোকাবিলায় কেন্দ্রীয় এবং বিভাগীয় সমন্বয় কমিটি গঠন করেছে। তাই কেন্দ্র থেকে শুরু করে বিভাগ, জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত সরকারকে সহায়তা করতে পারবে জাতীয় পার্টির নেতৃবৃন্দ।’

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here