প্রসঙ্গ: ডেইলি গাজীপুর অনলাইনে নিউজ ও মেয়র

0
499
728×90 Banner

প্লিজ কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবেন না

ডেইলি গাজীপুর প্রতিবেদক: মানবিক কারণে নগরবাসীকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে গাজীপুর সিটির মেয়র এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম যখন উদ্যোগ নিয়েছেন তখনই একটি বিদেশী বাংলা সংস্করণ,আমাদের দেশের একটি দৈনিক পত্রিকাসহ কয়েকটি সংবাদ পত্র ও নিউজ পোটালে মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করছিল। ঠিক তখনই গাজীপুর সিটির মানবিক মেয়র এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলমের স্রোতের পক্ষে জনপ্রিয় নিউজ পোটাল ডেইলি গাজীপুর অনলাইন ডট কম -এ বেশ কিছু নিউজ প্রকাশ করি। উল্লেখ্য,গাজীপুর সিটির মানবিক মেয়র এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ডেইলি গাজীপুর অনলাইনের সম্পাদক নাসির উদ্দীন বুলবুলের সাথে র্দীঘ দিনের ( মেয়র যখন উপজেলা ভাইস-চেয়ারম্যন ছিলেন তখন থেকে) দুজনের মধ্যে সুসর্ম্পক এবং দুজনই একই রাজনৈতিক দলের পতাকা তলে আবৃত। সম্প্রতি বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের নির্বাচনে মেয়র এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম সভাপতি নির্বাচিত হয়েছেন,সেই নির্বাচনে পরিচালনা কমিটির নির্বাচন কমিশনার ছিলেন বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সদস্য স্বনামধন্য খ্যাতিমান সাংবাদিক নাসির উদ্দীন বুলবুল। তাদের সেই সু সর্ম্পকে ফাটল ধরিয়ে মেয়রের চলমান উন্নয়ন কর্মকান্ডে বাধাঁগ্রস্থ করতে একটি গ্রুপ ঘোলাপানিতে মাছ শিকার করতে চাইছে। সিটি কর্পোরেশনের নির্বাচনে ও মেয়ররের জনপ্রিয়তা তুলেধরে ডেইলি গাজীপুর অনলাইনে অসংখ্য ( প্রতিয়িতই ) নিউজ করেছে। দেশের জনপ্রতিনিধি যেমন সংসদ সদস্য ও মেয়রের খোঁজখবর, কোন মিটিংয়ে কি হল অলোচনা সমালোচনা হল খবর রাখতে চায় জনগন। যেমন সংসদের বা মন্ত্রী পরিষদ মিটিংয়ের  আলোচনা, সমালোচনা ,হট্রগোলের নিউজ আমারা সংবাদ মাধ্যমে দেখতে পাই ,তেমনি একটি নিউজ গত ১০ এপ্রিল মেয়র সর্ম্পকে ডেইলি গাজীপুর অনলাইনে প্রকাশ করা হয়। সেই নিউজে মেয়রের বিপক্ষে বা মেয়রের সন্মানহানি হোক এমন কোন উদ্দেশ্য ডেইলি গাজীপুর অনলাইন কর্তৃপক্ষ বা সম্পাদকের ছিলনা। ওই দিন ( গত ০৮ এপ্রিল ২০২০ ) মেয়রের এবং সরকারী ত্রাণকে কেন্দ্র করে কাউন্সিলরদের হট্রগোল হয়।হট্রগোলকে কেন্দ্র করে যখন বিভিন্ন পত্রিকায় মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করছিল, তখনই ডেইলি গাজীপুর অনলাইন প্রকৃত ঘটনা তুলেধরার চেষ্টা করে, ডেইলি গাজীপুর অনলাইনে প্রকাশিত নিউজে উল্লেখ করা হয় মেয়র কাউন্সিলরদের বলেন,সকল বরাদ্দ কাউন্সিলরদের মাধ্যমেই বিতরন করা হবে। নিউজে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার বরাত দিয়ে বলা হয় সরকারী ১৬০ মেট্রিক টন চাউল সিটি কর্পোরেশন এখন ও গ্রহন করেনি, তিনি আরো বলেন আগে সিটি করপোরেশন এর মাননীয় মেয়রের উপহার সামগ্রী শেষ হউক তারপর ব্যবস্থা– (অতএব কারো কথায় কানদিয়ে লাভ নাই)।  ডেইলি গাজীপুর অনলাইন মূলত এ কথাটাই উল্লেখ করেছে এবং পাঠককে বুঝাতে চেষ্ট করেছে। তবে লিখতে গিয়ে অনইচ্ছাকৃতভাবে স্লিপ অব মাইন্ড  বা স্লিপ অব  কি বোর্ড হতে পারে,সম্মানিত মেয়রকে হেয় করা,সুনাম ক্ষুন্ন করার মত কোন উদ্দেশ্য ছিলনা। উল্লেখ্য যে নিউজের হেডলাইন যথাযথ এবং সঠিক স্থানে হয়নি। নিউজ এবং হেডলাইনের জন্য ডেইলি গাজীপুর অনলাইনের পক্ষে সম্পাদক নাসির উদ্দীন বুলবুল আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

মেয়র এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলমের স্রোতের পক্ষে ডেইলি গাজীপুর অনলাইনে প্রকাশিত কিছু নিউজের লিংক এখানে দেয়া হল:

এপ্রিল ১১, ২০২০  ধন্দাবাজি বা মিথ্যা তথ্য সম্পর্কে মিডিয়াকর্মীদের সহযোগিতা চাইলেন মেয়র

ধন্দাবাজি বা মিথ্যা তথ্য সম্পর্কে মিডিয়াকর্মীদের সহযোগিতা চাইলেন মেয়র

এপ্রিল ১১, ২০২০  গাজীপুর জেলা লকডাউন

গাজীপুর জেলা লকডাউন

মার্চ ২৮, ২০২০  করোনা ভাইরাস প্রতিরোধে টঙ্গীতে গাজীপুর সিটি কর্পোরেশনের মনিটরিং কমিটি গঠন

করোনা ভাইরাস প্রতিরোধে টঙ্গীতে গাজীপুর সিটি কর্পোরেশনের মনিটরিং কমিটি গঠন

মার্চ ২৭, ২০২০

টঙ্গীতে গনস্বাস্থ্য নগর হাসপাতালে করোনা ভাইরাস প্রতিরোধে আইসোলিশন ক্যাম্প স্থাপন

টঙ্গীতে গনস্বাস্থ্য নগর হাসপাতালে করোনা ভাইরাস প্রতিরোধে আইসোলিশন ক্যাম্প স্থাপন

এপ্রিল ১০, ২০২০   করোনা টেস্টিং কিট আমদানি ও স্রোতের বিপরীতে বিবিসি বাংলা!

করোনা টেস্টিং কিট আমদানি ও স্রোতের বিপরীতে বিবিসি বাংলা!

মার্চ ৩০, ২০২০  করোনার প্রভাবে গৃহবন্দী ও শ্রমজীবি মানুষের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী ও গাসিক মেয়র

করোনার প্রভাবে গৃহবন্দী ও শ্রমজীবি মানুষের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী ও গাসিক মেয়র

এপ্রিল ৮, ২০২০   গাজীপুর মহানগরীতে প্রবেশ ও বাহিরে নিষেধাজ্ঞা জারি

গাজীপুর মহানগরীতে প্রবেশ ও বাহিরে নিষেধাজ্ঞা জারি

এপ্রিল ৮, ২০২০   জিসিসি লকডাউন চাইছেন মেয়র জাহাঙ্গীর

জিসিসি লকডাউন চাইছেন মেয়র জাহাঙ্গীর

মার্চ ২৮, ২০২০  গাজীপুর মেয়র চীন থেকে আনলেন ২০ হাজার কিট, ৯ লাখ মাস্ক

গাজীপুর মেয়র চীন থেকে আনলেন ২০ হাজার কিট, ৯ লাখ মাস্ক

মার্চ ২৬, ২০২০ নগরবাসীকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে গাজীপুর সিটি মেয়রের উদ্যোগ

নগরবাসীকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে গাজীপুর সিটি মেয়রের উদ্যোগ

মার্চ ২৩, ২০২০

সিঙ্গাপুর থেকে কিছু আনা হয়েছে আরো ১০ হাজার কিটের অর্ডার করেছি- মেয়র জাহাঙ্গীর আলম

https://www.dailygazipuronline.com/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b9/

এপ্রিল ১২, ২০২০

চীন যে ‘কিট’ ব্যবহার করে সেটিই নিজ উদ্যোগে এনেছি—মোহাম্মদ জাহাঙ্গীর আলম

চীন যে ‘কিট’ ব্যবহার করে সেটিই নিজ উদ্যোগে এনেছি—মোহাম্মদ জাহাঙ্গীর আলম

 

 

 

 

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here