গাজীপুর জেলা লকডাউন

0
407
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি মোকাবিলা ও জরুরি সুরক্ষার প্রয়োজনে গাজীপুর জেলাকে অবরুদ্ধ (লকডাউন) করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয় থেকে লকডাউন ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভিন্ন জেলা হতে পাশ্ববর্তী জেলায় গমনের উদ্দেশ্যে ট্রানজিট হিসবে জাতীয় মহাসড়ক ব্যতীত জেলা, উপজেলার যে কোনও সীমানা দিয়ে প্রবেশ ও প্রস্থানে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। নৌপথেও এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
এ ছাড়াও সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, গণজমায়েত, গণপরিবহন এবং দিনরাতে জনসাধারণের চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য ও খাদ্যদ্রব্য সরবরাহ, সংগ্রহ, উৎপাদন ও পরিবহন নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম আরো ৪ দিন আগে ( ৭এপ্রিল-২০২০) মিডিয়ার মাধ্যমে গাজীপুর সিটিকে লক ডাউন ঘোষণা করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here