ফকির লালন শাহ মানবতার কল্যাণে আজীবন কাজ করেছেন ….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

0
184
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, ফকির লালন শাহ মানবতার কল্যাণে আজীবন কাজ করেছেন। মানুষের ভেতরের মানবতাকে জাগ্রত করতে তিনি সর্বদা সচেষ্ট ছিলেন। সমাজের বর্বরতা, নির্যাতনসহ সকল ধরনের অন্যায়, অত্যাচার-অনাচার চিরতরে বন্ধ করতে তিনি সর্বদা যুদ্ধ করেছেন। তিনি অসাম্প্রদায়িক চেতনাসম্পন্ন একজন পরিশুদ্ধ বাঙালি ছিলেন। তিনি সর্বদা মানবতার জয়গান করেছেন। লালন জাত-পাত, ধর্মীয় গোড়ামীর উর্ধ্বে উঠে মানুষের ভেতরের মানুষকে জাগানোর জন্য গান গেয়েছেন মাঠে ঘাটে পথে প্রান্তরে। তিনি আরো বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে বাউল স¤্রাট লালন শাহ এর মানবিক গুণাবলী সর্বস্তরে সঞ্চারিত ও প্রসারিত করতে হবে।
বাউল স¤্রাট ফকির লাল শাহ্ এর ১২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ এর উদ্যোগে ১৬ অক্টোবর বিকেলে ঢাকার তোপখানা রোডস্থ সাংবাদিক নির্মল সেন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি এম এ জলিল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর সিনিয়র আইনজীবী মাহবুব আলম, বাকশালের মহাসচিব কাজী জহিরুল কাইয়ুম, বাংলাদেশ উন্নয়ন পাটির চেয়ারম্যান মাহবুব উদ্দিন খোকন, তাঁতী লীগ নেতা কামাল মাহমুদ, আওয়ামী লীগ নেতা আ স ম মোস্তফা কামাল প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here