ফণি পরবর্তী দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী

0
220
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ঘূর্ণিঝড় ফণি পরবর্তী দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় অংশ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার ঘূর্ণিঝড় ফণিতে রোহিঙ্গা ক্যাম্পে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত ও আহত রোহিঙ্গা সদস্যদের চিকিৎসা-সহায়তা কার্যক্রমে সেনা সদস্যরা অংশ নেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে সেনাবাহিনীর ১৭০টি দুর্যোগ ব্যবস্থাপনা দল, ১৭ হাজার ৫৫০টি ত্রাণের প্যাকেট, ১৬টি পানি বিশুদ্ধকরণ প্লান্ট, ৩৩৬টি ট্রাইশেক বোট, ২৯৬টি স্পিড বোট, ১১টি ওয়াটার ব্রাউজার, ৪টি জাপানিজ উদ্ধার বোট প্রস্তুত রয়েছে।
এছাড়া সেনাবাহিনী তার নিজস্ব সম্পদ থেকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রি প্রস্তুত রেখেছে। দুর্গত এলাকায় স্বাস্থ্যসেবা দেয়ার জন্য ৭৮টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। বিশেষ যন্ত্রপাতিসহ দুর্যোগ ব্যবস্থাপনা দল গঠন করা হয়েছে; যাদের স্বল্প সময়ের মধ্যে মোতায়েন করা যাবে। পাশাপাশি ভূমিধসের বিষয়টি বিবেচনায় রেখে দুর্যোগ ব্যবস্থাপনা দল প্রস্তুত রাখা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here