ফণী মোকাবিলায় সচিবালয় ও ১৯ জেলায় সব সরকারি অফিস খোলা

0
194
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায় সাপ্তাহিক ছুটি বাতিল করে গতকাল শুক্রবার সচিবালয় খোলা রাখা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়সহ দুর্যোগ মোকাবিলা সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় খোলা রাখা হয়। একই সঙ্গে ঘূর্ণিঝড়ের কারণে ঝুঁকিতে থাকা ১৯ জেলায় এসব মন্ত্রণালয়ের অধিনস্ত সব অফিস খোলা রাখা হয় এবং কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়। ‘ফণী’র কারণে এই সপ্তাহে শুক্র ও শনি সপ্তাহিক ছুটি বাতিল করে সচিবালয় খোলা রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগসহ সংশ্লিষ্ট সব বিভাগ- অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়ের একটি করে উইং জরুরি ভিত্তিতে খোলা রাখা হয়েছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নিজের সংসদীয় এলাকা দিনাজপুরে অবস্থান করছেন। ফণী’র প্রভাব সার্বক্ষণিকভাবে জানতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ে আওতায় বিআইডবিøউটিএ’র কন্ট্রোল রুম খোলা হয়েছে। নৌ মন্ত্রণালয়ের নির্দেশে দেশের সব জায়গায় নৌচলাচল বন্ধ রাখা হয়েছে। ‘ফণী’র কারণে ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর, শরিয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও ফরিদপুর এই ১৯ জেলায় জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব অফিস খোলা রাখা হয়েছে। কর্মকর্তা কর্মচারীদের ছটি বাতিল করে ওয়ার্ক স্টেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশে তার দফতর থেকে এই ১৯ জেলার সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করা হচ্ছে। সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here