ফাদার টিম’র মৃত্যুতে কমিউনিস্ট পার্টির শোক

0
167
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাজধানীর হলিক্রস ও নটরডেম কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ফাদার রিচার্ড উইলিয়াম টিম’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)।
আজ ১৩ সেপ্টেম্বর ২০২০ রবিবার দুপুরে এক শোকবার্তায় পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা: এম. এ. সামাদ বলেন, “গত ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফাদার রিচার্ড উইলিয়াম টিম। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন অকৃত্রিম বন্ধুকে হারালো। ফাদার টিম নটরডেম কলেজের ষষ্ঠ অধ্যক্ষ, দেশের প্রাচীনতম ৩টি ক্লাব, নটরডেম কলেজ ডিবেটিং ক্লাব, নটরডেম কলেজ সায়েন্স ক্লাব, নটরডেম কলেজ এডভেঞ্চার ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন। বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য।”
তিনি বলেন, “৭০’র দশকে সময়ে ফাদার টিম মনপুরাসহ আশেপাশের অঞ্চলে ঘূর্ণিঝড় দুর্গতদের পুনর্বাসনে কাজ করেছিলেন। মুক্তিযুদ্ধকালীন সময় সেখানকার অধিবাসীদের রক্ষার দায়িত্ব পালন করেন। ১৯৭১ এর আগস্টে তিনি ঢাকায় এসে গোপনে পাকবাহিনীর নৃশংসতার খবর সংগ্রহ করে ওয়াশিংটনে ড. জন রুডিসহ বিভিন্ন লবি গ্রুপের কাছে পাঠান, যেন তারা এর বিরুদ্ধে বিশ্ব জনমত তৈরি করতে পারেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে মুক্তিযুদ্ধ সম্মাননা পদক প্রদান করে। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান বাঙালি জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।”
ডা: এম. এ. সামাদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র পক্ষ থেকে ফাদার রিচার্ড উইলিয়াম টিম’র বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here