ফেনীতে জীবাণুনাশক স্প্রে পয়েন্ট স্থাপন সেনাবাহিনীর

0
107
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় ফেনীতে জীবাণুনাশক স্প্রে পয়েন্ট স্থাপন করেছে সেনাবাহিনী।
রোববার (১০ মে) সকালে ফেনী জেনারেল হাসপাতালের সামনে এটি স্থাপন করা হয়। এসময়ে কুমিল্লা সেনানিবাস ২৮ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি মেজর সুলতানুল আরেফিন উপস্থিত ছিলেন।
মেজর আরেফিন জানান, জীবাণুনাশক স্প্রে পয়েন্টটি কুমিল্লা সেনানিবাস ২৮ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারির সম্পূর্ণ নিজস্ব পরিকল্পনা থেকে তৈরি করা। চলমান করোনা ভাইরাস সংক্রমণরোধে কম খরচে কিন্তু কার্যকর জীবাণুনাশক কাঠামোটি সেনাবাহিনীর একটি উদ্যোগ। এর মধ্যদিয়ে পাঁচ সেকেন্ডে একজন ব্যক্তির সম্পূর্ণ দেহে স্বয়ংক্রিয়ভাবে জীবাণুনাশক তরল ছিটানো যাবে।
হাসপাতাল সম্মুখে স্থাপন প্রসঙ্গে তিনি বলেন, মানুষের স্বাস্থ্য নিরাপত্তায় জনবহুল স্থানে এটি স্থাপন করা হয়েছে। বহনযোগ্য হওয়ায় প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত সেনাবাহিনীর তত্ত্বাবধানে জীবাণুনাশক স্প্রে পয়েন্টটি কার্যকর থাকবে।
ফেনী জেনারের হাসপাতালে চিকিৎসার্থে আগত আবুল কালাম বলেন, জীবাণুনাশক স্প্রে কাঠামো স্থাপন করায় একজন মানুষ জীবাণুমুক্ত হয়ে হাসপাতালে প্রবেশ করতে পারবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here