ফের এইচএসসি’র সূচিতে পরিবর্তন

0
197
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আবারও ভুল প্রশ্ন বিতরণের কারণে দিনাজপুর বোর্ডের আগামী ২ মে এইচএসসির জীববিজ্ঞান ২য় পত্র পরীক্ষা পেছানো হয়েছে। পিছিয়ে দেওয়া এ পরীক্ষা আগামী ১৩ মে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দিনাজপুর বোর্ডের পরিদর্শক ফারাজ উদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।
দিনাজপুরের খানসামায় পাকেরহাট ডিগ্রি কলেজে কেন্দ্রে জীববিজ্ঞান ১ম পত্রের বহুনির্বাচনী পরীক্ষায় জীববিজ্ঞান ২য় পত্রের প্রশ্ন সরবরাহ করা হয়। এ ঘটনায় জড়িত থাকায় উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শরিফুল কায়সারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছেন খানসামার ইউএনও।
দিনাজপুর শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ এপ্রিলে সকালের জীববিজ্ঞান ২য় পত্র পরীক্ষা আগামী ১৩মে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ভুল করে বহুনির্বাচনী প্রশ্নের খাম কেটে ফেলায় এ সময়সূচি পরিবর্তন করা হয়েছে। সূচির এ পরিবর্তন শুধু দিনাজপুর শিক্ষা বোর্ডের জীববিজ্ঞান ২য় পত্র (বিষয় কোড: ১৭৯) বিষয়ের পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে।
জানা গেছে, পাকেরহাট ডিগ্রী কলেজ কেন্দ্রে (কোড-১৭৮) মঙ্গলবার (৩০ এপ্রিল) জীববিজ্ঞান প্রথম পত্রের বহুনির্বাচনী পরীক্ষায় ১৩জন পরীক্ষার্থীকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রশ্ন সরবরাহ করা হয়। জীববিজ্ঞান প্রথম পত্রের বহুনির্বাচনী পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্ন সরবরাহ জড়িত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শরিফুল কায়সার। এ কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে নিয়োজিত ছিলেন তিনি।
পরীক্ষার্থীদের ভুল প্রশ্ন সরবরাহ করায় উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শরিফুল কায়সারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছেন খানসামার উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুবুল ইসলাম। মঙ্গলবার খানসামার ইউএনও কার্যালয় থেকে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে পাঠানো চিঠিতে এ তথ্য জানা গেছে। এছাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানাকে পাকেরহাট কেন্দ্রে ইউএনওর প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here