বংশালে ৫০ পিস প্যাথেডিন ইনজেকশন সহ মাদককারবারি গ্রেফতার

0
215
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) এর একটি দল রাজধানীর বংশাল থানা এলাকায় গোপনে অভিযান চালিয়ে নেশাজাতীয় প্যাথেডিন ইনজেকশন (এ্যাম্পল) সহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে।
র‌্যাব-১০ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ইসলাম (৪৪), পিতা-মৃত খোরশেদ মিয়া, সাং-লক্ষনীপুর, থানা-মেঘনা, জেলা-কুমিল্লা বলে জানা যায়।
এসময় তার নিকট থেকে ২ টি মোবাইল ও নগদ এক হাজার টাকা উদ্ধার করা হয়।
র‌্যাব-১০ এর গনমাধ্যম শাখা থেকে আজ জানানো হয়, সোমবার সন্ধ্যা রাতে সিপিসি-২, র‌্যাব-১০ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে রাজধানীর বংশাল থানার ২৬ নং মাজেদ সরদার রোড এলাকায় একটি অভিযান চালানো হয়। অভিযানকালে ৫০ পিস নেশা জাতীয় প্যাথেডিন ইনজেকশন (এ্যাম্পল) (Buprenorphine Injection I.P.2ml) সহ মোঃ ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতাকৃত ব্যক্তি পেশাদার প্যাথেডিন (এ্যাম্পল) ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ বংশাল থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় প্যাথেডিন (এ্যাম্পল) ব্যবসা চালিয়ে আসছিল।
এবিষয়ে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here