বঙ্গবন্ধুর শততম জন্মদিনে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের বিভিন্ন কর্মসূচি পালন

0
224
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শততম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০১৯ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ ১৭ মার্চ রবিবার দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করেছে। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর নেতৃত্বে সকাল ৮ টায় ৩২ ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম তালুকদার, প্রচার সম্পাদক এড. খান চমন-ই-এলাহী, নির্বাহী সদস্য মোঃ মাসুদ আলম, সদস্য অধ্যাপক ড. মোঃ ফরহাদ হোসেন, এড. শেখ নুরুল ইসলাম, লায়ন খান আখতারুজ্জামান, মাওলানা শামসুল হক হাবিবী প্রমুখ। সভাপতির বক্তব্যে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। যা বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ ও মহত্তম অর্জন। বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন ছিল, সুখী-সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কিন্তু পরিতাপের বিষয় স্বাধীনতাবিরোধীচক্র ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করার পর দীর্ঘদিন এই দেশে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা ছিল ভুল-িত। ফলে মানুষের ভোট ও ভাতের অধিকার এবং মানবাধিকার দীর্ঘদিনেও প্রতিষ্ঠিত হয়নি। বর্তমানে বঙ্গবন্ধুর জেষ্ঠ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করছেন। ইতিমধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে। এই উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা সর্বস্তরে বাস্তবায়ন করা অপরিহার্য। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য পলাশ চৌধুরী, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ নুরুল ইসলাম বাবুল, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আশরাফ হোসেন প্রমুখ। জোহর নামায বাদ জাতীয় মস্জিদ বায়তুল মোর্কারম উত্তর গেটে দুঃস্থ মানুষদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়। বিকেলে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় কার্যালয় ৫১, ৫১/এ পুরানা পল্টন, ঢাকায় ‘বঙ্গবন্ধুর আদর্শ মৃত্যুঞ্জয়ী’ শীর্ষক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ গণ আজাদী লীগের মহাসচিব মোঃ আতাউল্লাহ খান, বাগের হাট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এড. শেখ মোঃ নুরুল ইসলাম, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ শরিফুল ইসলাম, অধ্যক্ষ ডাঃ মোঃ জহির উদ্দিন আকন্দ, বঙ্গ টিভি লিঃ এর চেয়ারম্যান কবি মায়া রাজ, সংগঠনের প্রচার সম্পাদক এড. খান চমন-ই-এলাহী, নির্বাহী সদস্য মোঃ মাসুদ আলম, দৈনিক বিশ্লেষণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ। আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন, সংগঠনের সদস্য মাওলানা শামসুল হক হাবিবী।
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে ‘বঙ্গবন্ধুর আদর্শ মৃত্যুঞ্জয়ী’ শীর্ষক পোষ্টার, লিফ্লেট প্রভৃতি প্রকাশ করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here