বঙ্গবন্ধু আমাদের স্বাধীন বাংলাদেশ দিয়েছেন – ডিআইজি হাবিবুর রহমান

0
164
728×90 Banner

হলধর দাস : বাংলার হাজার বছরের ইতিহাসে অতীতের কোন নেতা যা করতে পারেননি,তা করেছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আমাদের স্বাধীন বাংলাদেশ দিয়েছেন। আমরা ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীন দেশ ‘বাংলাদেশ’ পেয়েছি। এর আগে ১৯৬৯ সালের ৫ডিসেম্বর এক সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানকে সাধারণ মানুষের পক্ষে ‘বাংলাদেশ’ বলে ঘোষণা দিয়েছিলেন। পরবর্তীতে ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণেই কীভাবে কী করতে হবে, তার দিক নির্দেশনা দিয়েছিলেন। ৭ মার্চের আহবানেই সর্বস্তরের মানুষ স্বশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশকে স্বাধীন করেছিলেন। পশ্চিমা হানাবাহিনীর বিরুদ্ধে সেদিন প্রথম অস্ত্রধারণ করেছিলেন পুলিশ বাহিনী। সেজন্য তিনি যুদ্ধকালীন সময়ে পশ্চিম পাকিস্তানের কারাগারে থাকলেও তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। এম.এ. জি ওসমানি বা অন্য কেউ মুক্তিযুদ্ধের সর্বার্ধিনায়ক নন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২১ আগস্ট বুধবার বিকেলে বিকেলে স্থানীয় শিশু একাডেমি মিলনায়তনে নরসিংদী জেলা পুলিশ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার) এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। নরসিংদীর সুযোগ্য পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার),পিপিএম এর সভাপতিত্বে “ মানুষকে ভালোবাসলে মানুষও ভালোবাসে। যদি সামান্য ত্যাগ স্বীকার করেন, তবে জনসাধারণ আপনার জন্য জীবন দিতেও পারেন।” এই শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভায় আলোচক হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী জেলা শাখা সেক্টর কমান্ডারস্ ফোরাম- নরসিংদী জেলা শাখার সভাপতি আবদুল মোতালিব পাঠান, নরসিংদী জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ড. মশিউর রহমান মৃধা, এসআই(ডিবি,নরসিংদী) জাকারিয়া আলম ও পুলিশ সদস্য কামরুন্নাহার। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাহেদ আহমেদ।
প্রধান অতিথি তাঁর ভাষণে আরো বলেন, ১৯৭৫ সালের নারকীয় হত্যাকান্ডের পর হত্যাকারীদের বিচারেই কি ষড়যন্ত্র শেষ হয়ে গেছে? না শেষ হয়নি। ষড়যন্ত্র এখনও চলছে। তাদের বংশধররা বসে নেই। এর প্রমান ২০০৪ সালের ২১ আগস্টে গ্রেনেড হামলা। বঙ্গবন্ধুর আদর্শ যাতে বাস্তবায়িত না হয়, সেজন্য আজকের দিনেও দেশী-বিদেশী চক্রান্ত অব্যাহত আছে। তাদের বংশধরদের ব্যাপারেও এ্যাক্ট করা দরকার।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here