বঙ্গমাতা পরিষদের উদ্যোগে ৮ আগস্ট বঙ্গমাতা দিবস পালিত

0
82
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : আজ ৮ আগস্ট সকালে বঙ্গমাতা পরিষদের নেতৃবৃন্দ বনানীস্থ মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মদিন পালন উপলক্ষে তার কবরে শ্রন্ধা নিবেদন করেন। এরপর খিলগাঁও মডেল হাই স্কুল প্রাঙ্গণে তার আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় এবং স্বাস্থ্য সুরক্ষার্থে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। পরিশেষে বঙ্গমাতার জন্মদিনে কেক কেটে শিশুদের মাঝে বিতরণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন- বঙ্গমাতা পরিষদের প্রেসিডিয়াম সদস্য প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বঙ্গমাতা পরিষদের উপদেষ্টামন্ডলির সদস্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বঙ্গমাতা পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক- সাংবাদিক এম আনিছুর রহমান, উপদেষ্টামন্ডলির সদস্য মোতাশের হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিউদ্দিন, বঙ্গমাতা পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক- মোঃ আসলাম উদ্দিন মাস্টার, সদস্য সচিব- সেলিম তাওহিদ, বঙ্গমাতা পরিষদ মালয়েশিয়া শাখার সভাপতি মোঃ মতিউর রহমান প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরদার ফায়সাল বাশার ফুয়াদ, মোঃ রবিউল আলম মাস্টার, যুবনেতা মোঃ খোরশেদ আলম, নূরে জান্নাত রত্না, মোঃ আব্বাস আলী শরিফ, মোহাম্মদ মোহসীন, মাহমুদুল এহসান, মোঃ মেহফুজ ইকবাল প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় বক্তাগণ বলেন- বঙ্গমাতার মতো মহীয়সী নারী বঙ্গবন্ধুর পাশে ছিলেন বলেই বঙ্গবন্ধু রাজনীতিতে সফল হতে পেরেছিলেন। বাংলাদেশ স্বাধীন করতে সক্ষম হয়েছিলেন। বঙ্গমাতার জন্মদিনে তার প্রতি গভীর শ্রদ্ধাা জানিয়ে তার আদর্শ বাংলার নারী সমাজ যেন অনুকরণ করেন সেই আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here