বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধাঞ্জলি

0
109
728×90 Banner

নিজস্ব প্রতিবেদক: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন আজ। শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ। সংগঠনের সভাপতি কামরুল হাসান রিপনের নেতৃত্বে আজ শনিবার সকাল ৯টায় রাজধানীর বনানী কবরস্থানে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা।
ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আগে বঙ্গমাতার আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন বলেন, ‘বাঙালির মুক্তি সংগ্রামে অন্যতম এক নেপথ্য অনুপ্রেরণাদাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।তিনি শুধু বঙ্গবন্ধুর জীবন সাথীই ছিলেন না, রাজনীতিরও সাথী ছিলেন। বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধীকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে তিনি বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন। ছায়ার মত অনুসরণ করেছেন প্রাণপ্রিয় স্বামী বঙ্গবন্ধুর আদর্শকে।’
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি জাতির জনকের হত্যাকারীদের হাতে নির্মম মৃত্যুবরণ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here