বর্ণাঢ্য কর্মসূচীর মধ্য দিয়ে বান্দরবানে অমর একুশে পালিত

0
68
728×90 Banner

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি: একুশের প্রথম প্রহরে বান্দরবানের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সকল শ্রেণী পেশার মানুষ।
রাত ১২.০১ মিনিটে বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওসার, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই, বিএনপি’র অঙ্গ সংগঠন থেকে সাচিং প্রু জেরী , জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামালের পক্ষ থেকে পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় শহীদ মিনারে। সেই সাথে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে জনতার ঢল নামে শহীদ মিনার এলাকায়।
এসময় সকলের কন্ঠে ধ্বনিত হয় আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি। এদিকে ভোরের সুর্য উদয়ের সাথে সাথে প্রভাত ফেরির র‌্যালি শুরু হয়।
প্রভাত ফেরির র‌্যালিতে বিভিন্ন সরকারী বেসরকারি কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেয় এবং বান্দরবানের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ভাষার জন্য প্রাণ দেওয়া শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধাভরে স্মরণ করে অসংখ্য জনতা।
এছাড়াও মহান ২১ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে সুন্দর হাতে লিখা, কবিতা আবৃত্তি, চিত্রাংকণ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভাসহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন হচ্ছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here