বাংলাদেশে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলা হচ্ছে না জিম্বাবুয়ের

0
228
728×90 Banner

ডেইলি গাজীপুর স্পোর্টস: আইসিসিতে সদস্যপদ স্থগিত হয়ে যাওয়ার পর জিম্বাবুয়েতে ক্রিকেট কার্যত হয়ে বন্ধ হয়ে গেছে। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসতে অপারগতা জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
এক বিবৃতিতে শনিবার জিম্বাবুয়ে ক্রিকেট জানান, আসন্ন মৌসুমে ঘরোয়া প্রতিযোগিতাগুলো আয়োজনের সামর্থ্য তাদের নেই। ভবিষ্যৎ সফরসূচির সিরিজ খেলার কিংবা অন্য আন্তর্জাতিক সিরিজের প্রতিশ্রæতি পূরণ করা তাদের পক্ষে সম্ভব নয়।
বিসিবি জানায়, সেপ্টেম্বরে হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে কি না সেই সিদ্ধান্ত একান্তই জিম্বাবুয়ের।
সরকারের হস্তক্ষেপের দায়ে লন্ডনে আইসিসির সভায় সর্ব সম্মতিক্রমে জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করা হয়। এতে দেশটিতে বন্ধ হয়ে যায় আইসিসির অনুদান। আইসিসির কোনো ইভেন্টেও অংশ নিতে পারবে না জিম্বাবুয়ের কোনো দল।
এক বিবৃতিতে শনিবার দেশটির ক্রিকেট বোর্ড জানায়, তীব্র অর্থ সঙ্কটে রয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট।
“আইসিসি আরেকটি বৈশ্বিক বাছাইপর্বের জন্য জিম্বাবুয়েকে বেছে নিয়েছিল। সেটা এখন অনিশ্চিত হয়ে গেল।”
“খেলোয়াড় এবং কর্মকর্তারা অচলাবস্থার ধাক্কাটা হজম করছে। তারা হয়ত কয়েক মাস কিংবা আজীবন বেতন ও ম্যাচ ফিবিহীন থাকবে।”
এর আগে অলরাউন্ডার সিকান্দার রাজা বলেছিলেন, আইসিসিতে নিষেধাজ্ঞা জিম্বাবুয়ের অনেক ক্রিকেটারের ক্যারিয়ার শেষ করে দেবে। এরইমধ্যে অলরাউন্ডার সলোমন মিরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here