বাগেরহাটে চাঞ্চল্যকর শিশু খালিদ হত্যা মামলার অন্যতম আসামী মিরপুরে গ্রেফতার

0
212
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: র‌্যাবের অভিযানে বাগেরহাট জেলার চিতলমারী থানার চাঞ্চল্যকর শিশু খালিদ হত্যা মামলার অন্যতম আসামী মিরপুর এলাকা থেকে গ্রেফতার।
গোপন সংবাদের মাধ্যমে জানা যায় যে, দীর্ঘদিন ধরে বাড়ীর সীমানার জমি নিয়ে বাদী মোঃ কাওছার তালুকদার (৫০) এর সাথে আবুল বাশারসহ আরও ১৮ জন বিবাদীদের মধ্যে ঝগড়ার-বিবাদ চলছিল। ঝগড়ার জের ধরে বিবাদীগণ বাদী পক্ষকে শায়েস্তা করার জন্য গত ১৫ জুন ২০১৯ তারিখে বাদীর শিশু পুত্র সন্তান মোঃ খালিদ তালুকদার (৬) কে অপহরণ করে। উক্ত ঘটনা সংক্রান্তে চিতলমারী থানার মামলা নং-০৬, তারিখঃ ১৬/০৬/১৯ খ্রিঃ, ধারাঃ নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ০৭/৩০ রুজু হয়। পরবর্তীতে ঘটনার এক পর্যায়ে অপহরণকৃত শিশু মোঃ খালিদ তালুকদার (৬) কে বিবাদীগণ পরস্পর যোগসাজসে শ্বাসরোধ করে হত্যা করে ডোবায় ফেলে দেয় এবং গত ১৭ জুন ২০১৯ তারিখে ডোবায় উক্ত শিশুটির লাশ পাওয়া যায়। হত্যা সংক্রান্তে বাদীপক্ষ উক্ত থানায় একই মামলায় আরেকটি এজাহার দয়ের করেন। এ সংক্রান্তে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা আসামীকে গ্রেফতারের জন্য অধিনায়ক, র‌্যাব-৪ এর সহযোগীতা কামনা করেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, পলাতক আসামী মোঃ কালাম তালুকদার (৪৭), পিতা-মৃত সরোয়ার তালুকদার, সাং- চৌদ্দহাজারী, থানা-চিতলমারী, জেলা-বাগেরহাট গত ২৬-২৭ দিন যাবৎ অত্র ব্যাটালিয়ন আওতাধীন এলাকা মিরপুর থানাধীন কল্যাণপুর মেইন রোড, কেন্দ্রীয় জামে মসজিদ এলাকার জামাল কটেজ, হাউজ নং-২৮ এ আত্মগোপনে আছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল মোঃ রিফাত বাশার তালুকদার এর নেতৃত্বে ২৮ জুলাই ২০১৯ তারিখ ১৯.০০ ঘটিকায় মিরপুর থানাধীন কল্যাণপুর মেইন রোড, কেন্দ্রীয় জামে মসজিদ এলাকার জামাল কটেজ, হাউজ নং-২৮ এ অভিযান পরিচালনা করে পলাতক আসামী মোঃ কালাম তালুকদার’কে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here