বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ২০০ জন অনাথ ছাত্র-ছাত্রী ও বৌদ্ধভিক্ষুর মাঝে খাবার বিতরণ

0
45
728×90 Banner

রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি: বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ২০০ জন অনাথ ছাত্র-ছাত্রী ও বৌদ্ধভিক্ষুর মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
আজ ৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে বান্দরবান উজানী পাড়া রাজগুরু বৌদ্ধ বিহার প্রাঙ্গনে বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে রাজগুরু বৌদ্ধ বিহারের অনাথ ছাত্র ছাত্রী ও বৌদ্ধ ভিক্ষুদের মাঝে রান্না করা এই খাবার বিতরণ করা হয়।
এই সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ এসজিপি এনডিসি এএফডব্লিউসি পিএসসি পিএইচডি, বান্দরবান রিজিয়ন কমান্ডার মেজর মোঃ শায়েখ-উজ-জামান (জিএসও-২ ইন্টঃ)
অন্যান্যের মধ্যে আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজগুরু বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ড: সুবন্নলংকারা মাহাথেরো, বিহার পরিচালনা কমিটির সভাপতি চহ্লাপ্রু জিমি সহ আরো অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন , বান্দরবান হলো সম্প্রীতির জেলা। তাই পার্বত্য বান্দরবানে সকলে জাতি ধর্ম বর্ণ ভুলে মিলে মিশে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করব। আর তাতেই প্রকাশ পাবে বান্দরবানের সম্প্রীতি। এর আগেও বাংলাদেশ সেনাবাহিনী বান্দরবান জেলা রিজিয়ন সকল মানুষের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সকলের মাঝে খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here