বিএসএমএমইউ উপাচার্য শারফুদ্দিন আহমেদের ঈদ-উল-আযহার শুভেচ্ছা বিনিময়

0
41
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক :সৌহার্দ্য, সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ঈদ পুনর্মিলনী -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত ( ২ জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ) বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের শহীদ ডা. মিলন হলে পবিত্র ঈদ-উল-আযহা পরবর্তী আয়োজিত ঈদ পুনর্মিলনীতে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, ঈদ-উল- আযহা হলো আত্মত্যাগের ঈদ। কিভাবে অন্যের উপকারে নিজেকে ত্যাগ করতে হয় তা শেখায় এই পবিত্র ঈদ-উল-আযহা। আমরা যার যার দায়িত্ব ঠিক মতো পালন করব। তিনি বলেন, জাতির জনকের নামের এই বিশ্ববিদ্যালয় হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিশ্ববিদ্যালয়কে গুরুত্বসহকারে দেখেন। তিনি সব সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের খোঁজ খবর রাখেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে উন্নতির দিকে এগিয়ে নিতে আমাদেরকে নিজেকে উজাড় করে দিতে হবে। মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বলেন, বাংলাদেশে মেট্রোরেল, পদ্মাসেতু, কর্ণফুলি টানেলের মতো বড় বড় প্রকল্প বায়স্তবায়িত করায় মাধ্যমে এটা প্রমাণিত সত্য যে জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে বাংলাদেশ বিশ্বে অবশ্যই উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here