বিজয়নগরে টিসিবির পণ্য পাচ্ছে ৬২৪১ পরিবার

0
103
728×90 Banner

বিজয়নগর,ব্রাহ্মণবাড়ীয়া প্রতিবেদক: বাংলাদেশ সরকারের পরিচালনাধীন সরকারি বিপণন সংস্থা টিসিবি নিন্ম আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে সারাদেশে পণ্য বিক্রি শুরু করেছে। এরেই ধারাবাহিকতায় বিজয়নগর উপজেলার ৬২৪১ টি কার্ড ফ্যামিলি কার্ডধারী পরিবার চলতি সপ্তাহ ব্যাপী জন্য টিসিবির পণ্য কিনতে পারবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, প্রতি কার্ডধারী ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল ক্রয় করতে পারবেন।
ভোক্তা পর্যায়ে টিসিবির প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫, সয়াবিন তেল ১১০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
১ ফেব্রুয়ারি সকাল ১০ ঘটিকার সময় হরষপুর ইউনিয়ন পরিষদের সামনে কয়েকশত নারী পুরুষের উপস্থিতি লক্ষ্য করে সামনে এগিয়ে গিয়ে দেখা ভাই স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় সুশৃঙ্খলভাবে উক্ত পর্নো গ্রহণ করছেন নিম্ন আয়ের মানুষ।
বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ জানান, উপজেলার ১০ টি ইউনিয়নের ৬২৪১ পরিবারের মাঝে জনপ্রতিনিধিদের সহযোগিতায় সুষ্ঠু ও শৃঙ্খলার সাথে বিতরণ করা হচ্ছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here