বিডায় যুক্ত হলো আরও ৫ সেবা

0
113
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে নতুন করে যুক্ত হলো আরো পাঁচটি সেবা। গতকাল বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম এ সেবাগুলোর উদ্বোধন করেন। এর ফলে এখন থেকে বিডা ওয়েব পোর্টালের মাধ্যমে অতিদ্রম্নত সহজেই ৪৭টি সেবা পাবেন বিনিয়োগকারীরা।বুধবার ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এক অনুষ্ঠান থেকে এসব সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। সভায় প্রধান অতিথি ছিলেন বিদু্যৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য জাকিয়া সুলতানা (ভ্যাট অডিট অ্যান্ড ইন্টেলিজেন্স)।নতুন যুক্ত হওয়া এ পাঁচ সেবার মধ্যে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের অনলাইন ভ্যাট রেজিস্ট্রেশন প্রদান, ঢাকা ইলেকট্রিক সাপস্নাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) বিদু্যৎ সংযোগ প্রদান, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিদু্যৎ সংযোগ প্রদান, নর্দান ইলেক্ট্রিসিটি সাপস্নাই কোম্পানি লিমিটেডের বিদু্যৎ সংযোগ প্রদান এবং বিডা থেকে দ্বিতীয় আইআরসির সুপারিশ।অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, সারা দুনিয়ার অর্থনীতি যেখানে মুখ থুবড়ে পড়েছে, সেখানে গত বছরও বাংলাদেশে ৫ দশমিক ২ শতাংশের মতো জিডিপি প্রবৃদ্ধি হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here