বিমানবন্দর সড়কে লরির ধাক্কায় নির্বাচন কর্মকর্তা নিহত

0
71
728×90 Banner

মোঃরফিকুল ইসলাম মিঠু : ঢাকা ময়মনসিংহ মহাসড়কে লরির ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে বাসায় ফেরার পথে মো. আল-মামুন (৪৮) নামের এক থানা নির্বাচন কর্মকর্তার মৃত্যু হয়। তিনি উত্তরার দক্ষিণখানের হাসান মাহমুদ কমপ্লেক্সে অবস্থিত থানা নির্বচন অফিসের সহকারী থানা নির্বাচন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
বিমানবন্দর থানার এসআই আমিনুল ইসলাম বলেন, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বিমানবন্দর থানা এলাকায় কনটেইনারবাহী একটি লরির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আহত হন আল মামুন। তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত ১১ টার সময় মারা যান।
তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া। তিনি আকাশি গ্রামের মৃত শামসুল হকের ছেলে। আল মামুন মোহাম্মদপুর তাজমহল রোডে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। তার এক ছেলে এক মেয়ে রয়েছে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নেওয়া হয়। খবর পেয়ে তার ছেলে রিয়াদ আবির ওই হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রাত ১১টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে আবির জানান, উত্তরার অফিস থেকে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তার বাবা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মামুনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here