বিশ্ব ইজতেমায় সাদ কান্ধলভিকে আনার দাবি : শুক্রবার থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব

0
37
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : তুরাগ নদীর তীরে টঙ্গীতে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার প্রস্তুতি পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে। আগামী শুক্রবার ৯ ফেব্রেুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। রোববার আখেরী মোনাজাতে শেষ হবে এবারের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা।
দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি (সাদপন্থী) ড. মোহাম্মদ আব্দুস সালাম বলেন, প্রথম পর্বের লাখ লাখ মুসল্লির ফেলে যাওয়া উচ্ছিষ্ট, কাগজ, পলিথিন ও হোগলাসহ নানান আবর্জনা তাবলীগ কর্মী ও গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মীরা পরিস্কার করে ময়দানকে ব্যবহার উপযোগী করেছেন।
তিনি আরো বলেন,ইজতেমার দ্বিতীয় পর্বের আনুসাঙ্গিক কাজের পাশাপাশি চলছে দেশ-বিদেশ থেকে মুসল্লিদের ইজতেমায় আসার প্রস্তুতি। ইজতেমায় নিরাপত্তার নিশ্চিতের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা নানা ব্যবস্থা গ্রহণ করেছে।আগত মুসল্লিদের খেত্তার নম্বর অনুযায়ী অবস্থান করার অনুরুদ জানিয়েছেন তিনি।
বিশ্ব ইজতেমায় ভারতের মাওলানা সাদ কান্ধলভিকে আনার দাবি জানিয়েছে সাধারণ মুসল্লি পরিষদ। এ সময় গতকাল সন্ধ্যা ৭টার মধ্যে মাওলানা সাদকে বাংলাদেশের ভিসা দেওয়ার আলটিমেটাম দেওয়া হয়। নইলে যেকোনো পরিস্থিতি সৃষ্টির দায় সরকারে নিতে হবে বলে হুঁশিয়ারি জানান তাঁরা। গতকাল বুধবার সকালে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিম অংশে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সাধারণ মুসল্লি পরিষদ বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক মাওলানা মুফতি মুয়াজ বিন নূর সহ কথা বলেন মুফতি আজিম উদ্দিন, মুফতি মিজানুর রহমান, মুফতি আরিফ হোসেন, মাওলানা আনাস, সৈয়দ মাসুম, আতাউর রহমান, আতাউল্লাহ প্রমুখ।
সংবাদ সম্মেলনে মুফতি মুয়াজ বিন নূর বলেন, ‘২০২৩ সালের ১৫ নভেম্বর বিশ্ব ইজতেমার পস্তুুতিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছিলেন, ৫৭তম বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ কান্ধলভিকে বাংলাদেশে আনার অনুমতি দেবেন। তিনি প্রতিশ্রæতি দিয়েছিলেন, আওয়ামী লীগ ক্ষমতায় না এলেও তিনি সাবেক মন্ত্রী হয়ে মাওলানা সাদকে বাংলাদেশে আসার ব্যবস্থা করবেন। কিন্তু তিনি কথা রাখেননি।’
মুফতি নূর আরও বলেন, ‘প্রথম ধাপে আড়াই হাজার বিদেশি মেহমান ইজতেমায় এসেছেন। দ্বিতীয় ধাপে আরও ১০ হাজার বিদেশি মেহমান বাংলাদেশে আসতে প্রস্তুত রয়েছেন। মাওলানা সাদের আসার বিষয়টি নিশ্চিত হলে দ্বিতীয় ধাপের ইজতেমায় বিদেশি মেহমানরা আসবেন। দেওবন্দের প্রধান মাওলানা আরশাদ মাদানী বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। মাওলানা আরশাদ আমাদের জানিয়েছেন, মাওলানা সাদের সঙ্গে দেওবন্দের কোনো বিরোধ নেই। আমাদের হেফাজতের তকমা লাগিয়ে প্রথম ধাপে ইজতেমা করতে দেওয়া হচ্ছে না। এমনকি গতকাল ইজতেমা ময়দানে সংবাদ সম্মেলন করতে দেওয়া হয়নি। এ রকম চলতে থাকলে ভবিষ্যতে বিশ্ব ইজতেমা আঞ্চলিক সম্মেলনে পরিণত হতে পারে।’
এ সময় মুফতি মুয়াজ বিন নূর বলেন, ‘আগামী ইজতেমায় প্রথম ধাপে আমাদের ইজতেমা করার অনুমতি এবং গতকাল সন্ধ্যা ৭টার মধ্যে মাওলানা সাদকে বাংলাদেশের ভিসা দেওয়ার দাবি জানাচ্ছি। আমাদের দাবি মানা না হলে সাধারণ মুসল্লি পরিষদ বাংলাদেশ এবং বিক্ষুব্ধ মুসল্লিরা যেকোনো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করলে এর দায় সরকারকে নিতে হবে।’
এ বিষয়ে ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি (সাদপন্থী) বলেন, ‘সাধারণ মুসল্লি পরিষদ বাংলাদেশের নেতা-কর্মীরা গতকাল ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিম অংশে সড়কের পাশে সংবাদ সম্মেলন করেছেন। আমাদের দাবি, মাওলানা সাদ কান্ধলভি এবারের ইজতেমায় যাতে অংশ নিতে পারেন, সরকারকে তার ব্যবস্থা নিতে হবে।’
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহবুব আলম বলেন, ‘ময়দানে সংবাদ সম্মেলন করার সুযোগ নেই। ইজতেমা পরিচালনা করতে যে নিয়মকানুন রয়েছে, তাতেও সংবাদ সম্মেলন করার কোনো কারণ নেই। এটি একটি সমাবেশের মতো হতে যাচ্ছিল। লোকসমাগম ঘটলে সেখানে কিছু নিয়ম মেনে করতে হবে। তাই পুলিশ সাদপন্থীদের ময়দানের বাইরে বের করে দিয়েছে। ইজতেমা কোনো সমস্যা তৈরি বা উসকানিমূলক বক্তব্য দেওয়ার জায়গা নয়। তাঁদের যদি সংবাদ সম্মেলন করতে হয়, তবে অন্য জায়গায় করতে হবে। মাওলানা সাদের আগমনের বিষয়ে তাঁরা আবেদন করেছেন। এ সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে নেওয়ার কথা, ময়দানে নয়।’

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here