বিসিক ও প্রিজমের দুটি প্রশিক্ষণ সমাপ্ত

0
104
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ঢাকায় ‘রিসার্চ এনালাইসিস এন্ড ডাটা ম্যানেজমেন্ট টুল’ বিষয়ক ৫ দিনব্যাপী এক আবাসিক প্রশিক্ষণ শেষ হয়েছে। এটি যৌথভাবে আয়োজন করে বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প। বৃহস্পতিবার বিকেলে উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটিতে এ কর্মশালার সমাপনী এবং সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিসিকের ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
অন্যদিকে রাজশাহীতে কারচুপি ও হাতের কাজ বিষয়ক ৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ প্রদান করে প্রিজম প্রকল্প এবং হ্যান্ডিক্রাফটস্ শ্রমিক কল্যাণ সমিতি। পবা উপজেলার বারই পাড়া গ্রামে আয়োজিত এ কর্মশালায় বিনামূল্যে ১৫ জন নারীকে কারচুপি ডিজাইন ও বুনন নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। বৃহস্পতিবার বিকেলে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here