বৃষ্টি আরও বাড়বে

0
122
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির মধ্যেই আগামী তিন দিনে বৃষ্টি আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (০২ জুলাই) আবহাওয়া অধিদপ্তর থেকে পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
তিনি আরও জানান, আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।
সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নেত্রকোনায় সর্বোচ্চ ১২৪ মিলি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিভাগীয় শহর ময়মনসিংহে ১২৩ মিলি, সিলেটে ১১১ মিলি, ঢাকায় ৮০ মিলি, রংপুরে ১৬ মিলি, বরিশালে ১২ মিলি, রাজশাহীতে ৬ মিলি, খুলনায় ২ মিলি বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here