বেসরকারী স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীর বেতন মওকুফ করার দাবি

0
185
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: মহামারী করোনা মোকাবিলায় নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্তদের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় অবিলম্বে বেসরকারী স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার ৬ মাসের বেতন মওকুফের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। ০৩ এপ্রিল রবিবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ গোলাম মোস্তফা এবং সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ এরশাদুল করিম বলেন, বর্তমানে শিক্ষা ব্যবস্থার বড় একটা অংশ বেসরকারি ব্যবস্থার আওতাধীন এবং লক্ষাধিক শিক্ষার্থী রয়েছেন যারা টিউশনি বা বিভিন্ন পার্ট-টাইম চাকরির মাধ্যমে উপার্জিত অর্থ দিয়ে নিজের পড়াশোনাসহ পরিবার চালাচ্ছেন। বর্তমান অবস্থায় চূড়ান্ত অর্থনৈতিক সমস্যায় জর্জরিত এই পরিবারগুলো সামনের দিনে অর্থনৈতিকভাবে আরো জর্জরিত হবে। জনগণের আয় রোজগারের পথ রুদ্ধ হয়ে গেছে। অভিভাবকরা নানাবিধ অর্থ কষ্টে রয়েছেন। এ অবস্থায় বেসরকারী প্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থীদের বেতন মওকুফ করতে জোর দাবি জানান ছাত্রসেনার নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here