
হলধর দাস : মাননীয প্রধান মন্ত্রীর আহবানে নরসিংদী শহরের বিশিষ্ট ব্যবসায়ী সরোজ কুমার সাহা আজ ১১ এপ্রিল শনিবার খেটে খাওয়া এক হাজার দরিদ্র জনগোষ্ঠির মাঝে বিতরণ করেছেন। তাঁর নিজ বাড়ী নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়ায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। নরসিংদী পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর তারাপদ সাহা (ভূষণ) উপস্থিত থেকে অসহায় দরিদ্রদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন নাটাব নরসিংদী জেলা শাখার সভাপতি প্রবীন শিক্ষক রতন কুমার সরকার, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক বিপুল সাহা ও লিটন সাহা। মোট ১ হাজার দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ বিতরন অনুষ্ঠানে কাউন্সিলর তারপদ তারাপদ সাহা (ভূষণ) সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, সরোজ সাহা এক হাজার খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে। এ ছাড়া যারা চক্ষু লজ্জায় এ খাদ্য সামগ্রী নিতে আসেননি তাদের বাড়ী বাড়ী যেয়ে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হবে। এ খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। আপনারা যারা বিত্তবান আছেন তারা এ অসহায়দের পাশে এ মুহূর্তে দাড়ান।






