ভিন্ন্ রূপে অপি করিম

0
172
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অপি করিমকে এবার দর্শকরা নতুন একটি ওয়েব সিরিজে অন্য রূপে দেখতে পাবেন। সিরিজটির নাম ‘ঢাকা মেট্রো’। আসছে পহেলা বৈশাখ উপলক্ষে এটি হইচই অরিজিনালের অ্যাপে দর্শকরা দেখতে পাবেন। এটি নির্মাণ করেছেন অমিতাভ রেজা চৌধুরী। চিত্রনাট্য করেছেন নাসিফ আমিন। এর গল্প সম্পর্কে জানা যায়, তিনজন মানুষের যাত্রা নিয়ে তা তৈরি হয়েছে। তাদের একজন হচ্ছেন অপি করিম। তার চরিত্রের নাম জয়গুন, কখনো কখনো তাকে জবা বলেও ডাকা হয়।
এ ছাড়া আবদুল কুদ্দুস চরিত্রে নেভিল এবং রহমান চরিত্রে শরিফুল ইসলাম অভিনয় করেছেন। আরো অভিনয় করেছেন শশী ও মনোয়ার কবির। অপি করিম বলেন, শুধু কাজের জন্যই কাজ করতে হবে, এমনটি চাইনি। এর আগে অমিতাভ রেজার সঙ্গে একটা-দুটো কাজের কথা হয়েছিল, সময়-সুযোগের অভাবে করা হয়নি। কিন্তু এই চিত্রনাট্যটি পড়তে গিয়ে দেখলাম খুবই শক্তিশালী চরিত্র। তাই কাজটি করেছি। এর কাহিনীতে ম্যাজিক রিয়ালিজমের বিষয়টিও রয়েছে। কাজটি দর্শকরাও পছন্দ করবে বলে আশা করছি। অমিতাভ রেজা বলেন, প্রথমত ‘ঢাকা মেট্রো’ গল্পটা নিয়ে একটি ফিল্ম করার ইচ্ছে ছিল আমার। কয়েক বছর আগে আমার গল্প ভাবনায় এর চিত্রনাট্য করেছিলেন আদিত্য কবির। ফিল্মটা না করতে পারার কারণে পরে হইচই প্ল্যাটফর্মের জন্য ওয়েব সিরিজ আকারে কাজটা করার পরিকল্পনা নিলাম। এরপর গত বছর ৯ পর্বের এই ওয়েব সিরিজটি নির্মাণ শুরু করলাম। এটির চিত্রনাট্য করেছেন নাসিফ আমিন। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ও ঢাকায় এর দৃশ্যধারণের কাজ হয়েছে। এটি একটি প্রাপ্ত বয়স্কদের জন্য গল্প। পহেলা বৈশাখ উপলক্ষে এটি দর্শকরা আগামি ১১ই এপ্রিল হইচই অ্যাপে দেখতে পাবেন।
প্রসঙ্গত, অপি করিম বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। পাশাপাশি একটি আর্কিটেকচার ফার্ম পরিচালনা করছেন। মূলত এ কারণেই তিনি এখন আর অভিনয়ে নিয়মিত সময় দিতে পারছেন না।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here