ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনায় কৃষকের হাসি দোল খাচ্ছে

0
180
728×90 Banner

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও জেলায় ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলনের সম্ভবনা দেখা দিয়েছে । প্রতি বছর ইরি-বোরো ধান কাটা মৌসুমে স্থানীয় চাষিরা ধানের নায্য মূল্য নিয়ে শংঙ্কা থাকায়, কম খরচে বেশি লাভ হওয়ায় ভুট্টা চাষে আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অন্যান্য ফসলের চেয়ে ভুট্টার ফলন বেশি হওয়ায় কৃষকরা ধান গমের পাশাপাশি ভুট্টা চাষে মনোযোগ দেওয়ার কারণে ইরি-বোরো ধানের পাশা পাশি মাঠে মাঠে ভুট্টা খেতে ভুট্টার ফুল বাতাসে দুলছে। এ যেন ভুট্রার গাছে কৃষকের স্বপ্ন বাতাসে দুলছে। কৃষি অফিসের পরামর্শে আগাম জাতের ভুট্টা রোপণ করায় নিবির পরিচর্যা আর রোগ বালাই কম হওয়ার কারণে ঠাকুরগাঁও চলতি মৌসুমে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
সরজমিনে ভুট্টা খেত ঘুড়ে জানা গেছে, সদর উপজেলার ২১টি ইউনিয়নে গ্রামীন প্রান্তিক জনপদের আবাদযোগ্য জমিতে ইরি-বোরো ধান চাষের পাশাপাশি স্থানীয় চাষীরা ভুট্টা চাষ করায় সবুজে ছেয়ে গেছে মাঠ। ধান চাষের চেয়ে কম খরচে ভুট্টার চাষ করা যায়। ফলন বেশি এবং চৈত্র মাসের শেষ দিকে কাটা মারার সময়ে দাম ভালো পাওয়ায় অসময়ে চাষীরা নগদে টাকা হাতে পেয়ে পারিবারিক খরচসহ ইরি চাষের খরচও ভুট্রা বিক্রি করে আর্থিক ভাবে কিছুটা স্বচ্ছল হয়। যার কারণে এই এলাকায় বিভিন্ন ফসলের পাশাপাশি ভুট্টা চাষের সফলতা আসতে শুরু করেছে। বিশেষ করে বিল বেষ্টিত এলাকায় চলতি মৌসুমে ব্যাপক হারে ভুট্রা চাষ শুরু হয়েছে।
জামালপুর ইউনিয়নের বিশ্বাসপুর গ্রামের আব্দুল কুদ্দুস আলী ও মোহাম্মদপুর গ্রামের রহমান জানান ইরি-বোরো ধান চাষের পাশাপাশি আমরা গত কয়ক বছর থেকে ভুট্রার চাষ করছি। রোগবালাই কম, ফলন বেশি এবং ভুট্রা কাটা মাড়ায়ের সময় বাজার দর ভালো থাকায় অল্প খরচে লাভ বেশি হওয়ার কারণে এবারও ভুট্রার আবাদ করেছি। শেষ মুহর্তে আবহাওয়া অনূকুলে থাকলে বিঘা প্রতি আশা করি ৩৫ থেকে ৪০ মন ভুট্রার ফলন পাবো।
ঠাকুরগাঁও কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আফতাব হোসেন জানান, গত বছরের চেয়ে এবছরে ভুট্টার চাষ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। চাষিরা যেন সঠিকভাবে ভুট্টা চাষ করতে পারে সে জন্য প্রতিটি ইউনিয়নের ভুট্র চাষিদেরকে নানান পরামর্শ দেওয়া হচ্ছে। রোগবালাই না হওয়ার কারণে চলতি মৌসুমে ভুট্রার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
ঠাকুরগাঁও কৃষি অফিস সূত্রে জান গেছে, চলতি বছরে সদর উপজেলার ২১টি ইউনিয়নে প্রায় সাড়ে ৫ হাজার হেক্টর জমিতে ভুট্রা চাষ করা হয়েছে বলে জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here