ভেন্টিলেটর উৎপাদন করছে মিনিস্টার

0
116
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: করোনাভাইরাস মহামারীর হাত থেকে মানুষের জীবন বাঁচাতে ভেন্টিলেটর বা অক্সিজেন যন্ত্র উৎপাদন শুরু করেছে দেশের অন্যতম শীর্ষ ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক ইলেকট্রনিক্স লিমিটেড। ইতিমধ্যে সব পরীক্ষা শেষ। অপেক্ষা শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনের। মাস্ক ও জীবাণুমুক্তকরণ যন্ত্রও উৎপাদন শুরু করেছে মিনিস্টার। জানা গেছে, বিশ্বজুড়ে ভেন্টিলেটরের ব্যাপক সংকটে মানবতার ডাকে সাড়া দিয়ে ‘মিনিস্টার সেইফ লাইফ ভেন্টিলেটর-২০২০’ নামের মেড ইন বাংলাদেশ এ পণ্য উৎপাদন চলতি মাসেই শুরু করা হবে। উৎপাদিত পণ্যের প্রথম লটের ১০ শতাংশ ভেন্টিলেটর ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইকে নিয়ে সরকারি হাসপাতালে বিনামূল্যে সরবরাহ করবে মিনিস্টার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভেন্টিলেটর তৈরিতে সহযোগিতা করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়, এফবিসিসিআই, কয়েকটি সরকারি-বেসরকারি হাসপাতাল ও বুয়েটের একদল প্রকৌশলী। সার্বিক দায়িত্ব পালন করছে মিনিস্টার হাই-টেক পার্ক ইলেকট্রনিক্স লিমিটেডের অভিজ্ঞ প্রকৌশলী, ডিজাইন, গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) বিভাগ।
এ প্রসঙ্গে মিনিস্টার হাই-টেক পার্ক ইলেকট্রনিক্স লিমিটেডের চেয়ারম্যান এফবিসিসিআই পরিচালক এম এ রাজ্জাক খান রাজ বলেন, ‘মিনিস্টার মানুষ ও মানবতার কল্যাণে ভেন্টিলেটর নিয়ে কাজ করছে; যা করোনা আক্রান্তদের চিকিৎসায় খুবই গুরুত্বপূর্ণ। এ মুহূর্তে আমাদের কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নেই। এ ভেন্টিলেটর সরবরাহের মাধ্যমে মানুষের সেবা করতে চাই। আমরা প্রধানমন্ত্রীর হাতে এগুলো তুলে দিতে চাই কভিড-১৯ চিকিৎসার জন্য হাসপাতালগুলোয় ব্যবহার করার জন্য।’
মিনিস্টার চেয়ারম্যান আরও বলেন, ‘আমাদের দক্ষ প্রকৌশলী, গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) টিমের অক্লান্ত পরিশ্রম, আইসিটি মন্ত্রণালয়, এফবিসিসিআই ও সরকারি-বেসরকারি হাসপাতাল, বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের সহযোগিতার ফলে আমরা সাফল্য অর্জনের কাছাকাছি রয়েছি। আগামী সপ্তাহে আমরা ১০০ ইউনিট ভেন্টিলেটর উৎপাদন করব। এর পরের সপ্তাহ থেকে ৫০০ এবং এরপর পর্যায়ক্রমে ১ হাজার ইউনিট তৈরি করা হবে। পরে চাহিদা অনুযায়ী এটি আমরা উৎপাদন করব। এ ভেন্টিলেটরের মূল্য ৭৫ থেকে ৮৫ হাজার টাকা। ইতিমধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ ১০০ ইউনিট ভেন্টিলেটরের চাহিদার কথা জানিয়েছে।’ মিনিস্টার হাই-টেক পার্ক ইলেকট্রনিক্স লিমিটেডের পরিচালক (কারখানা অপারেশন) প্রকৌশলী মনিরুল হাসান স্বপন বলেন, ‘কভিড-১৯ আক্রান্তদের চিকিৎসায় ভেন্টিলেটর খুবই জরুরি। মিনিস্টার সব সময় দেশ ও মানুষের জন্য কাজ করছে। তারই ধারাবাহিকতায় জীবন রক্ষাকারী ভেন্টিলেটর তৈরি করছে মিনিস্টার। আমার পণ্য, আমার দেশ, গড়ব বাংলাদেশ- এ স্লোগান লালন করে মিনিস্টার দেশ ও দেশের জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বিশ্বের এই ক্রান্তিলগ্নে বিশ্বমানবতাকে বাঁচাতে মিনিস্টার কর্মীরা নিরলসভাবে কাজ করছেন।’

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here