ভোটের নয় জীবন ও জীবিকা নিশ্চিতের বাজেট চাই—ইসলামী ফ্রন্ট

0
254
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর আয়োজিত ভার্চুয়াল বাজেট ভাবনা অনুষ্ঠানে চলমান কোভিড-১৯ মহামারীর প্রেক্ষাপটে জনগণের স্বাস্থ্য সুরক্ষা, সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দিয়ে ২০২০-২১ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়ন করা উচিত বলে মন্তব্য করেছেন বক্তারা। বক্তারা আরো বলেছেন, নারী, শিশু, বয়োজ্যেষ্ঠ নাগরিকসহ দেশের দুর্বল জনগোষ্ঠীর একটি বড় অংশ সামাজিক সুরক্ষার আওতার বাইরে থেকে গিয়েছে। এই জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় নিয়ে আসতে হবে। প্রশাসনিক, সামরিক ও অনুৎপাদনশীল খাতে ব্যয় কমিয়ে কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা-গবেষণাকে গুরুত্ব দিয়ে বাজেট ঘোষণার দাবিও জানান বক্তারা। ০৯ জুন মঙ্গলবার বিকালে চট্টগ্রাম মহানগর উত্তর ইসলামী ফ্রন্ট আয়োজিত বাজেট ভাবনা অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি আলহাজ¦ মুহাম্মদ নঈমুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহণ করেন শিক্ষাবিদ ও সাংবাদিক অধ্যক্ষ মুহাম্মদ আবু তালেব বেলাল, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সচিব মুহাম্মদ আবদুর রহিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী যুবসেনার কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ এমরানুল ইসলাম। আলোচনায় অধ্যক্ষ আবু তালেব বেলাল বলেন, আমাদের দেশে সাধারণ ঘাটতি বাজেট না করার কোন বিকল্প নেই। তবে লক্ষ্যমাত্রা অর্জিত হবে না এমন কল্পনা বিলাসী বাজেটের চেয়ে বর্তমান সংকট থেকে উত্তোরণের পরিকল্পনা নিয়ে একটি সুচারূ বাজেটই সরকারের দেয়া উচিত। তিনি আরো বলেন, জিডিপি’র এক শতাংশের কম বরাদ্দ নিয়ে চলমান সংকটের মধ্যে দেশের নাগরিকদের সাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত কষ্টকর। দেশের স্বাস্থ্য খাতের বাজেট বরাদ্দ বৃদ্ধি করার এখনই সময়। এক্ষেত্রে, বাজেট বরাদ্দ, দক্ষতা ও জনবল বৃদ্ধি এবং বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতকরণের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতকে ২০২০-২১ অর্থবছরের জাতীয় বাজেটে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নেতা আবদুর রহিম বলেন, আমরা ভোটের নয়, বেঁচে থাকার বাজেট চাই। জীবন ও জীবিকা নিশ্চিতের বাজেট প্রণয়ন করার দাবি জানিয়ে তিনি বলেন, ভারত বা রাশিয়া নয়, বাংলাদেশকে বাঁচিয়ে রাখবে দেশের ১৮ কোটি জনগণ। তাই প্রভু রাষ্ট্রকে খুশি করার সামরিক খাতে বাজেটের সিংহভাগ বরাদ্দ না রেখে কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে বাজেট ঘোষণা করতে হবে। করোনা, আম্পান পরবর্তী খাদ্য নিরাপত্তার যে চ্যালেঞ্জের মুখে রাষ্ট্র পড়তে যাচ্ছে তা থেকে উত্তোরণে কৃষি ও কৃষকই হতে পারে প্রধান শক্তি। পাশাপাশি দেশে কর্মহীন হয়ে পড়া জনগোষ্ঠী ও কর্মহীন হয়ে দেশে ফেরত আসতে বাধ্য হওয়া রেমিট্যান্স যোদ্ধাদের জন্য অর্থনৈতিক সুরক্ষা কাঠামো তৈরিতেও সরকারকে বিশেষ নজর দেয়ার আহবান জানান তিনি। ইসলামী ফ্রন্ট নগর উত্তর সভাপতি নঈমুল ইসলাম রাজস্ব আয়ের লক্ষমাত্রা পূরণে অধিকহারে ট্যাক্স আরোপের চেয়ে কর আদায়কারী সংস্থাগুলোকে দুর্নীতিমুক্ত করতে ও কর আদায়কারীদের বিশেষ সুযোগ সুবিধা বৃদ্ধি ও হয়রানিমুক্ত ভাবে ব্যবসা বাণিজ্য করার নিশ্চয়তা দিতে সরকারকে অনুরোধ জানান। বাজেট ভাবনা অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, বাজেট আকার কত বড় হবে তা বড় কোন বিষয় না। প্রকৃত অর্থে বাজেটে বরাদ্দকৃত অর্থের স্বচ্ছ ও জবাবদিহি মূলক পন্থায় ব্যয় করে কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন করায় বাজেটের প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here