ভ্যাকসিন কিনতে এডিবির ৯ বিলিয়ন ডলারের তহবিল পাবে বাংলাদেশও

0
91
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে উন্নয়নশীল দেশগুলোর ভ্যাকসিন কেনার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দ্রুত পরিবহন ও সংরক্ষণে সহযোগিতা দিতে ৯ বিলিয়ন মার্কিন ডলারের (৭৬ হাজার ৫০০ কোটি টাকা) তহবিল জোগাবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৬৮ দেশ বা অঞ্চল এডিবির সদস্য। তারা সবাই এর সুবিধা পাবে। সে অনুযায়ী এডিবির সদস্য হিসেবে বাংলাদেশও এখান থেকে করোনার ভ্যাকসিন কেনায় সহযোগিতা পাবে। গতকাল এডিবির এক বিবৃতিতে ‘এশিয়া প্যাসিফিক ভ্যাকসিন অ্যাকসেস ফ্যাসিলিটি (এপিভিএএক্স)’ নামে এ তহবিলের ঘোষণা দেওয়া হয়। এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বলেন, এডিবির সদস্য উন্নয়নশীল দেশগুলো তাদের জনগণকে টিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এখন তাদের ভ্যাকসিন কেনার জন্য অর্থের পাশাপাশি পুরো টিকাদান প্রক্রিয়া সুষ্ঠুভাবে চালিয়ে নিতে সঠিক পরিকল্পনা ও জ্ঞানের প্রয়োজন হবে। এপিভিএএক্সের আওতায় টিকা কেনার পাশাপাশি তা নিজ নিজ দেশে নিয়ে যাওয়ার জন্য অর্থায়ন করবে এডিবি। পাশাপাশি টিকা বিরতণ ও সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নে বিনিয়োগ করবে। অংশীজন হওয়ায় বাংলাদেশও এডিবির এ তহবিল থেকে সুবিধা পাবে। বিবৃতিতে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে সমন্বয় করেই এ অর্থায়ন করবে এডিবি। এর আওতায় এডিবির সদস্য উন্নয়নশীল দেশগুলোয় টিকা উৎপাদনের সক্ষমতা বৃদ্ধিরও সুযোগ ঘটবে। টিকা আমদানির ক্ষেত্রে সদস্য দেশগুলোর যাতে আর্থিক সমস্যায় পড়তে না হয় সে জন্য ৫০ কোটি ডলার ঋণ হিসেবে দেবে এডিবি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here