মরণনেশা বাবায় আসক্ত বছর দুয়েক আগেও তেমনটা ছিল না

0
257
728×90 Banner

উজ্জ্বল রায়: গেল কয়েক বছর ধরে আশঙ্কাজনকভাবে বিস্তার ঘটেছে ইয়াবার। এই মরণনেশায় আসক্ত হচ্ছে কিশোর, তরুণ, যুবক সবাই। এই অঞ্চলে বছর দুয়েক আগেও ইয়াবার (বাবা) বলে প্রভাব তেমনটা ছিল না। কিন্তু বছর দুয়েক ধরে এখানে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে ইয়াবা। বেশ কিছু দিন ধরে সিলেট সীমান্তকে বাংলাদেশে ইয়াবা পাচারের রুট হিসেবে ব্যবহার করছে মাদক ব্যবসায়ীরা। এর ফলে এ অঞ্চলের সর্বত্র ইয়াবার বিস্তার ঘটছে দ্রæত। র‌্যাব ও পুলিশ স‚ত্র বলছে এখন প্রায় প্রতিদিনই ইয়াবার চালান ধরা পড়ছে। একশ-দুইশ পিস ইয়াবাসহ বড় বড় ইয়াবা সেবী ও ইয়াবা ব্যবসায়ীরা ধরা পড়ছে হরহামেশা। তবে শঙ্কার বিষয় হচ্ছে, গেল কিছুদিন ধরে জেলার বিভিন্ন স্থানে ইয়াবার বড় বড় চালানও ধরা পড়ছে। পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্যানুসারে, গত প্রায় এক মাসে জেলার বিভিন্ন স্থানে বিপুল পরিমান ইয়াবা ধরা পড়েছে। এ সময়ের মধ্যে বড় চালান ধরা পড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, সীমান্ত দিয়েই ভারত থেকে ইয়াবা ঢুকছে। তবে ইয়াবার বিরুদ্ধে তাদের সতর্ক দৃষ্টি রয়েছে। নিয়মিত অভিযান চালিয়ে ইয়াবার চালান আটক করছে। ‘শুধু নিম্নস্তরের ব্যবসায়ীই নয়, ইয়াবার ম‚লহোতাদেরও ধরছে। খোঁজ নিয়ে জানা গেছে, বছর দুয়েক আগেও বাংলাদেশে ইয়াবা পাচারের নিরাপদ রুট ছিল চট্টগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকা। তবে সেখানে বিজিবি, র‌্যাব ও পুলিশের নজরদারি বৃদ্ধি পাওয়ায় এবং গেল বছর মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযানের পর মাদক কারবারিরা পাল্টে ফেলে রুট। তারা ইয়াবা পাচারের জন্য বেছে নেয় সীমান্তকে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে পাওয়া তথ্যানুসারে, মিয়ানমার সীমান্ত এলাকায় ইয়াবা তৈরির বড় বড় কারখানা গড়ে তোলা হয়েছে। ওই এলাকা থেকে ভারতের মণিপুর, ইম্ফল ও শিলচর হয়ে ইয়াবার চালান আসে দেশটির করিমগঞ্জে। সিলেটের জকিগঞ্জ সীমান্তের ঠিক ওপারে অবস্থান করিমগঞ্জের। সেখান থেকেই জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের লোহারমহল, সুলতানপুর ইউনিয়নের অজরগাঁও, ইছাপুর, সুলতানপুর, সহিদাবাদ ও ভক্তিপুর, বারঠাকুরী ইউনিয়নের লাড়িগ্রাম ও ছালেহপুর, জকিগঞ্জ ইউনিয়নের সেনাপতির চক, মানিকপুর ও ছবড়িয়া, কসকনক পুর ইউনিয়নের বলরামেরচক ও উত্তর আইয়র দিয়ে বানের জলের মতো ইয়াবা ঢুকছে বাংলাদেশে। এছাড়া ভারতের মিজোরাম রাজ্য হয়ে আসাম ও মেঘালয় রাজ্য দিয়ে মাদক কারবারিরা ইয়াবা নিয়ে আসছে সিলেট সীমান্তের ওপারে। সেখান থেকে সুযোগ বুঝে পাচার করা হচ্ছে বাংলাদেশে। স‚ত্র মতে, সীমান্তের ওপারে ভারতের অংশে ইয়াবা তৈরির ছোট ছোট কারখানা গড়ে তুলেছে ইয়াবা ব্যবসায়ীরা। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এ বিষয়টি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকেও জানিয়েছে। তবে বিএসএফ বরাবরই বিষয়টি অস্বীকার করে আসছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, ইয়াবা ব্যবসার সাথে রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিরাও জড়িয়ে পড়ছেন। তারা গ্রেফতারও হয়েছিলেন। গেল ২৬ এপ্রিল পৌর যুবলীগের সদস্য শাহরিয়ার রহমানকে ইয়াবাসহ আটক করা হয়েছিল। এদিকে বিভিন্ন স্থানে আনাচে কানাচে চলছে ইয়াবা ব্যবসা। মাঝে মধ্যে আইন শৃংখলা বাহিনীর হাতে ধরা পড়লে ও রয়ে যাচ্ছে অনেকে ধরাছোয়ার বাইরে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here