মহান বিজয় দিবস স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন

0
159
728×90 Banner

ডেইলি গাজীপুর ডেস্ক: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও মহান বিজয় দিবসম বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:
নবীনগরে নৌকার আদলে নির্মিত বঙ্গবন্ধু মঞ্চের উদ্বোধন করলেন এমপি
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌরসভার অর্থায়নে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে নৌকার আদলে নবনির্মিত বঙ্গবন্ধু মঞ্চ উদ্বোধন করেন স্থানীয় এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।
বৃহস্পতিবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল বলেন, দেশমাতৃকার বিজয়ের প্রতীক নৌকা, ১৯৫৪ থেকে আজ পর্যন্ত বাংলার আপামর জনতার প্রতীক নৌকা। নবীনগর মহিলা কলেজে নবনির্মিত নৌকার অনুরূপ বঙ্গবন্ধু মঞ্চ আমাদের চেতনাকে সমুন্নত রাখবে।
এ সময় পৌর মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে এমপি মহোদয়ের নির্দেশনায় পৌরসভার অর্থায়নে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের প্রতীক নৌকার আদলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বঙ্গবন্ধু মঞ্চ নির্মাণ করা হয়েছে।
উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য্য, পৌর আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানসহ কলেজের শিক্ষকবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীগণ।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পরিচালনায় শপথ পাঠ অনুষ্ঠানে
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের অংশগ্রহণ
বাংলাদেশের বিজয়ের ৫০ বছরপূর্তি ও মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি পরিচালনায় শপথ পাঠ অনুষ্ঠানে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের নেতাকর্মীগণ অংশগ্রহণ করেন।
১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন গনি মিয়া বাবুলের সভাপতিত্বে সংগঠনের নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সমাবেশ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি পরিচালনায় দেশব্যাপি শপথ পাঠ অনুষ্ঠানে এই সমাবেশ থেকে তারা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে লায়ন গনি মিয়া বাবুল বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পরিচালনায় এই শপথ পাঠের মাধ্যমে অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশবাসী আরো অধিক অনুপ্রাণিত হবে। মানুষের মধ্যে দেশপ্রেম ও বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ত্বরান্বিত হবে। এই শপথ বাক্য পাঠ অনুষ্ঠান ঐতিহাসিক ও তাৎপর্যম-িত। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে শপথ পাঠ করানোর উদ্যোগকে দেশবাসী স্বাগত জানিয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি সকলকে বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে স্বীয় দায়িত্ব সততার সাথে পালন করার আহ্বান জানান। তিনি এই শপথের বাক্যগুলো সকলের কাছে পৌছানোর লক্ষ্যে ব্যাপক প্রচারের আহ্বান জানান।
মহান বিজয় দিবসে নরসিংদীতে বর্ণাঢ্য সাইকেল র‌্যালির
নরসিংদী থেকে হলধর দাস: নরসিংদী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও মহান বিজয় দিবস-২০২১ এ নরসিংদী “বিজয় রাইড” নামে এক বর্ণাঢ্য সাইকেল র‌্যালি আয়োজন করা হয়। নরসিংদীর জনপ্রিয় সাইক্লিং গ্রুপ “দ্যা প্যাডেলার্স নরসিংদী” এই বিজয় রাইডের আয়োজন করেন।
এতে অংশগ্রহণ করে প্রায় ২৫০ এর অধিক তরুণ সাইক্লিস্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদ মুক্তিযোদ্ধা এবং যোদ্ধাহত মুক্তিযুদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পরিবেশ বান্ধব বাহন সাইকেলের প্রতি সবাইকে উদ্ভুদ্ধ করতে এই বিজয় রাইডের আয়োজন করা হয় বলে জানান আয়োজকগণ।
নরসিংদী পৌর বাস স্ট্যান্ড থেকে শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্ট প্রদক্ষিণ করে নরসিংদী পৌর পার্কে রাইড শেষ হয়।
নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন
নরসিংদী থেকে হলধর দাস : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও মহান বিজয় দিবস নরসিংদীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল- নরসিংদী মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা; সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন; সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ কর্তৃক স্বাস্থ্যবিধি মেনে সকাল সাড়ে ৬টায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তর্বক অর্পণ; সকাল ৯টায় নরসিংদী ম্ছোলেহউদ্দিন ভূঞা স্টেডিয়ামে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন,প্যারেড ও কুচক্ওায়াজ; শিক্ষার্থীদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী; “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারেরর মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন” শীর্ষক আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা; মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান; হাসপাতাল,জেলখানা,বৃদ্ধাশ্রম,এতিমখান,ডে-কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্র,শিশু ও ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে উন্নতমানের খাবার পরিবেশন; বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে হাজার হাজার মানুষ জনের উপস্থিতিতে নরসিংদী স্টেডিয়ামে বিকেল সাড়ে ৪টায় ‘শপথ গ্রহণ’ উল্লেখযোগ্য।
সকাল সাড়ে ৬টায় স্বাস্থ্যবিধি মেনে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্বে পুস্পস্তবক অর্পণ করেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, সিভিল সার্জন ডা. মোঃ নুরুল ইসলাম,নরসিংদী সদরের এমপি লে.কর্নেল(অবঃ)মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক; জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মতিন ভূঞা ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: শরিফুল ইসলাম, নরসিংদী পৌরসভার মেয়র আলহাজ¦ আমজাদ হোসেন বাচ্চু,শিক্ষা প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী খন্দকার নাজমুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান তুষার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার,প্রফেসরা মোহাম্মদ আলী ও বশিরুল ইসলাম বশির এর নেতৃত্বে জেলা দুন্র্ীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠের নেতৃবৃন্দ।
জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তর্বক অর্পণ করেন ৭১’ সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠানসহ অন্যান্যরা।
অপর দিকে সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, সাবেক মেয়র পৌর আওয়ামী লীগ সভাপতি কামরুজ্জামান কামরুলসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
মহান বিজয় দিবসে মারকাযুল কোরআন সিলেটের বিজয় পতাকা র‌্যালি
সিলেট প্রতিনিধিঃ স্বাধীনতার গৌরবময় ৫০ বছর পূর্তি ও মহান বিজয় দিবস উপলক্ষে মারকাযুল কোরআন সিলেটের উদ্যোগে এক পতাকা র‌্যালি বের করা হয়।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর রায়নগর রাজবাড়ীর মাদরাসার প্রাঙ্গণ থেকে বিজয় পতাকা র‌্যালিটি বের হয়ে সিলেটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে ফুল দিয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে সমাপ্ত করা হয়।
এসময় একাত্তরের বীর শহীদ, মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারে সকল শহীদদের রুহের মাগফিরাত ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে বিশেষ মোনাজাত করেন মাদরাসার প্রিন্সিপাল হাফিজ শেখ মুজিবুর রহমান।
এসময় মাদ্রাসার শিক্ষা সচিব আব্দুল হাই আল হাদী, মাদ্রাসার শিক্ষক হাফিজ মোহাম্মদ আলী, শিক্ষক হাফিজ মুশাহিদুল ইসলাম, মাস্টার ইমাদ উদ্দিনসহ প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন ।
মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি গণতান্ত্রিক বাম ঐক্যের শ্রদ্ধাঞ্জলি
ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : ১৬ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার সকাল ৮ টায় ‘মহান বিজয় দিবস’ উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য।
শ্রদ্ধাজ্ঞাপন করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও পিডিপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান, বাংলাদেশের সাম্যবাদী দলের (এম—এল) এর সভাপতি হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম, সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।
গাবতলীতে বিএনপির বিজয় দিবস পালন
আল আমিন মন্ডল (বগুড়া) ঃ মহান বিজয় দিবস উপলক্ষে গাবতলীর কাগইলে বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে র‌্যালী ও শহীদ মিনারে পুষ্মমাল্য অর্পন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক প্রভাষক আশরাফ হোসেন, কাগইল ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু আছাদ, যুগ্মআহবায়ক বিজানুর রহমান হিলু, বিএনপিনেতা আগানিহাল বিন জলিল তপন, আব্দুস সবুর সবুজ, আজমল হোসেন শীষ,মশিউর রহমান, মোর্শেদ আল আমিন, রফিকুল ইসলাম, আব্দুল খালেক, মোত্তালেব হোসেন, লেমন, , যুবদলনেতা আব্দুর রহমান সুলতান, লুৎফর রহমান, খলিলুর রহমানসহ অংসগঠনের নেতৃবৃন্দ।
গাবতলীর কাগইলে শ্রমিক লীগের বিজয় দিবস পালন
মহান বিজয় দিবস উপলক্ষে গাবতলীর কাগইলে বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে র‌্যালী শহীদ মিনারে পুষ্মমাল্য অর্পন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি হাসানুল বারী শামীম, সাদারন সম্পাদক ইনতাজুল ইসলাম ইনতাজ, সাংগঠনিক সম্পাদক মিলন মিয়া, শ্রমিকরীগনেতা রিপন মিয়া, বেলাল হোসেন, হানিফ, রানা, শাহিনুর, নইমুদ্দিন, অনিল চন্দ্র প্রমূখ।
কাগইল বাজার বনিক সমিতির উদ্যোগে বিজয় দিবস পালন
মহান বিজয় দিবস উপলক্ষে গাবতলীর কাগইল বাজার বনিক সমিত উদ্যোগে র‌্যালী শহীদ মিনারে পুষ্মমাল্য অর্পন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন বনিক সমিতির সভাপতি আজিজুল হাকিম , সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুরুজ মিয়া, সমিতির উপদেষ্টা মোস্তাফিজার রহমান, সদস্য হারুনার রশিদ, হারুন,তারিক হাসান, স্বপন ভৌমিক, তাপস নন্দী, আব্দুস ছাত্তার, আব্দুল মান্নান, মলয় পাল, পাপ্পু পাইকার, শাহিনুরজ্জামান, উদ্বোভ কুমার, সজল পাল, দূর্জয় পাল, খলিলসহ ২শতাধিক ব্যবসায়ী নেতৃবৃন্দ।
গাবতলী সদর ইউনিয়নে ক্রীড়া প্রতিয়োগিতা ও পুরস্কার বিতরন
আল আমিন মন্ডল (বগুড়া) ঃ ১৬ই ডিসেম্বর২১ মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ার গাবতলী সদর ইউনিয়নের সন্ধ্যাবাড়ীতে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও থানা ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল হক নতুন। গাবতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আনিছুর রহমান তারা। প্রধান পৃষ্টাপোষক ছিলেন গাবতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাহাদত হোসেন খান সাগর। বরেন্য অতিথি ছিলেন সমাজসেবক আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি এমআর হাসান পলাশ, সাধারন সম্পাদক এসএম রাঙ্গা, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, সাধারন সম্পাদক রাহাত রহমান তাসকিন। এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা রতন মন্ডল, তৌহিদ সরকার সাদ্দাম, রুহুল আমিন, ছাত্রদল নেতা মোস্তাফিজার রহমার মোস্তা, তৌমিরুল ইসলাম তৌকির, স্বপন মাহমুদ, সম্্রাট হাসান’সহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমূখ। শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here