নির্বাহী ম্যাজিষ্টেট্রের আদেশ অমান্য করে উত্তরা ৯ নম্বর সেক্টরে পুনরায় ভবন নির্মাণ

0
179
728×90 Banner

মোঃরফিকুল ইসলাম মিঠু: উত্তরা ৯ নম্বর সেক্টরের ১২ নং রোডের ৭ নং বাড়ির মালিক জহির আহমেদ কোন কাগজের বলে নির্বাহী ম্যাজিষ্টেট্র জেসমিন( রাজউক) এর আদেশ অমান্য করে ভবন নির্মাণ করে চলেছেন। ইতি পূর্বে ও এ ব্যাপারে চলমান দেশ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। বাড়ির মালিকের ভার্ষ্যমতে বারান্দা ৩ ফিট বেড়েছে তাতে সাংবাদিকদের কি সমস্যা। অন্যান্ন বিল্ডিং গুলো ও তো নিযম মানেনি আমারটা করতে দোষ কি? আমার বিদ্যুৎ লাইন কেন কাটা হল। আমি আবার পূনরায় আবেদন করেছি। কিন্তু প্রশ্ন হলো ৩ ফিট বারান্দা প্ল্যানের বাহিরে রয়েছে তার কি হবে। বাড়ি নির্মানের ক্ষেত্রে সবাইকে রাজউক এমন সুবিধা দিয়ে থাকেন কি? এই প্রশ্ন নিয়ে চলমানদেশ হাজির হন রাজউক ৬ নং অফিসে। কথা হল পরিদর্শক অপি রুবেলের সাথে তিনি বলেন বিদ্যুৎতের মিটার নিয়ে এসেছি তাহলে কাজ কি ভাবে করছে। তার কথায় মনে হয সাংবাদিকরা তার পরিদর্শন কাজ করে দিবেন। এ ব্যাপারে অথরাইজ অফিসার সরদার মোহাম্মদ মাহবুবুর রহমানের সাথে কথা বলতে চাইলে তাহার পিয়ন বলেন আজকে দেখা করা যাবে না। আগামী রবিবার আসেন। সামনে একটা বিদ্যালয় থাকা স্বর্তে ও নেওয়া হয়নি কোন প্রকার নিরাপত্তা ব্যবস্থা। লোক মুখে শৃনা যায় বাড়ির মালিক নাকি সপ্তপর্ণা ডেভোলোপারের মালিক ছিলেন। তার ঢাকা শহরে রয়েছে একাধিক প্লাড। ঠিকমত আয়কর দেন কিনা সন্দেহ আছে। ব্যবসায়িক কারনে আগে ধেকেই তার রাজউকের সাথে রয়েছে দহরম মহরম সম্পর্ক। অপু করিম কে ম্যানেজ করেই কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি নিজেকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর আত্নীয় বলে পরিচয় দেন। এই প্রতিবেদককে অন্যপত্রিকার সম্পাদক দিয়েও শাশান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here