মাটির ব্যাংকে জমানো ও কানের দুল বিক্রির টাকায় ছিন্নমূল মানুষদের ইফতার দিলেন ক্ষুদে সাংবাদিক

0
119
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: রাজধানীর তুরাগে বসবাসকারী দ্বাদশ শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী ও ক্ষুদে সাংবাদিক মোল্লা তানিয়া ইসলাম তমা তার একটি মাটির ব্যাংকে জমানো ও কানের দুল বিক্রির টাকায় ৩শতাধিক এতিম ও ছিন্নমূল রোজাদার মানুষদের ইফতার দিয়ে ও করোনায় কর্মহীন, অসহায় এবং অভুক্ত মানুষের জন্য আর্থিক সহায়তা প্রদান করে এক মহত্বের পরিচয় দিলেন । রবিবার ( ১০ই মে ) এই ইফতার ও আর্থিক সহায়তা প্রদান করেন তিনি । ক্ষুদে সাংবাদিক মোল্লা তানিয়া ইসলাম তমা বলেন, ২০১২ইং সালে পি এস সি পরীক্ষায় আমাদের স্কুলের এক মাত্র আমিই এ প্লাস পাই । তখন আমার এই কৃতিত্বে আমার দাদী খুশি হয়ে আমাকে চার আনা ওজনের এক জোড়া কানের দুল উপহার দেয় এবং ২ বছর পূর্বে যেদিন প্রথম কলেজে ভর্তি সেই দিন বাসায় ফেরার পথে ৩০ টাকা দিয়ে একটি মাটির ব্যাংক কিনে আনি । তারপর থেকে ঐ বাংকে মাঝে মধ্যে কিছু টাকা পয়সা জমানো শুরু করি । প্রায় ৪মাস পূর্বে ঐ মাটির ব্যাংক টাকায় ভরে যায় । তখন ব্যাংকটিকে শোকেসে রেখে দেই আগামী ঈদে এই ব্যাংকের টাকা দিয়ে কিছু কেনা কাটা করবো বলে । বর্তমানে চলমান এই ক্রান্তিকালে গরীব ও অসহায় মানুষের দু:খ দুর্দশার চিত্র দেখে নিজের সাধ্যমত চেষ্টা করি তাদের পাশে থাকতে । বর্তমানে হাতে তেমন কোন টাকা পয়সা না থাকায় সিদ্ধান্ত নেই আমার মাটির ব্যাংকটি ভাঙ্গার এবং আমার কানের দুল জোড়া বিক্রির । পরের দিন একজনের কাছে কানের দুল জোড়া বিক্রি করলাম এবং মাটির ব্যাংকটি ভেঙ্গে টাকা গুলো একত্রিত করে সিদ্ধান্ত নেই এতিম ও ছিন্নমূল রোজাদার মানুষদের ইফতার করাবো ও অবশিষ্ট টাকা এতিমদের মাঝে বিলিয়ে দিব । তাই আজ ১৬ই রমজান আল্লাহ্‌র রহমতে সেই কাজটি সমাপ্ত করলাম । আমি যতদিন বেঁচে থাকবো ততদিন মানুষের সেবা করে যাব ইনশাল্লাহ । ক্ষুদে সাংবাদিক মোল্লা তানিয়া ইসলাম তমার এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্ব শ্রেণী পেশার মানুষ ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here