মাদকমুক্ত ও সুশিক্ষিত সমাজ গঠনে ইউনিয়ন ভিত্তিক গণ পাঠাগারের বিকল্প নেই

0
114
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি) : নারায়ণহাট ইউনিয়ন গণ গ্রন্থগার এর মতবিনিময় ও নবায়ন কমিটির সভা ২৬ জুন শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রাক্তন সভাপতি ও শিক্ষাবিদ মাষ্টার আহমদ ছাবের এর সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নারায়ণহাট ইউনিয়নের যুগ্ম সম্পাদক মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ হারুন অর রশিদ। উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফটিকছড়ি উপজেলা উত্তর সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নারায়ণহাট জুজখোলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মুহাম্মদ আবদুল মজিদ। বক্তারা বলেন, পুঁথিগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়ে প্রকৃত মানুষ হতে পারেনা। গ্রামাঞ্চলের বেশিরভাগ শিক্ষার্থী একাডেমিক জ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ থাকে ফলে যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল না পেয়ে হতাশার অতল গহ্বরে ডুব দেয়। সেই হতাশা দূর করে আশার ফুল ফুটানোর জন্য এধরনের উম্মুক্ত পাঠাগার সময়ের দাবী, যেখান থেকে সর্বস্থরের শিক্ষার্থীরা যেকোনো ধরনের জ্ঞান অর্জন করতে পারবে। বক্তারা আরো বলেন, মাদকমুক্ত ও সুশিক্ষিত সমাজ গঠনে ইউনিয়ন ভিত্তিক গণ পাঠাগারের বিকল্প নেই। মতবিনিময় শেষে নারায়ণহাট ইউনিয়ন গণ গ্রন্থগারের কার্যক্রম পরিচালনার জন্য মাষ্টার আহমদ ছাবেরকে আহবায়ক, আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের চৌধুরী ও মাষ্টার মুহাম্মদ আবদুল মজিদকে যুগ্ম আহবায়ক, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকীকে সদস্য সচিব, মুহাম্মদ দেলোয়ার হোসাইন কে যুগ্ম সদস্য সচিব ও ওয়ার্ড পর্যায়ে ১জন করে সম্বনয়ক করে ১৫ সদস্য বিশিষ্ট নবায়ন কমিটির অনুমোদন ও প্রাক্তন গণ গ্রন্থাগারের ফাইল পত্র প্রদান করেন ৩নং নারায়ণহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণ গ্রন্থগারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ হারুন অর রশিদ। এতে বক্তব্য রাখেন এ্যাড. পার্থ নন্দী, মুহাম্মদ ইমতিয়াজ মামুন, মুহাম্মদ তারেক বিন সালাম, মুহাম্মদ আবুল হোসেন, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ দেলোয়ার হোসাইন, ফারুক হোসেন, মুহাম্মদ নিয়াজুল নাঈম, সজল দাশ, পারভেজ উদ্দিন, জাহাঙ্গীর আলম, মুহাম্মদ জমিরুল হাসান, মোঃ দেলোয়ার হোসেন, মুহাম্মদ ইউনুস উদ্দিন, ওয়াহিদ তামিম, আতিকুর রহমান সিকদার, আব্দুস সামাদ, মোঃ নাছির উদ্দিন, মোঃ ইসমাইল, মুহাম্মদ শাহেদুল ইসলাম, মুহাম্মদ হাসানুল করিম, মুহাম্মদ মিশকাতুল কাদের, মুহাম্মদ আরফাত, মুহাম্মদ জাসেদুল হাবীব চৌধুরী, মুহাম্মদ আহসান হাবীব চৌধুরী, মুহাম্মদ মনির হোসেন, শারমিন সুলতানা প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here