মাদক সেবনকারীদেরকে মোবাইল কোর্টে জেল জরিমানা

0
83
728×90 Banner

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মোবাইল কোর্টে এক মাদক সেবনকারীকে জেল-জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন প্রসেনজিৎ সলিমগঞ্জ ইউনিয়নের ১।মোহাম্মদ নাজিম উদ্দিন, পিতা- মোহাম্মদ মিলন মিয়া
২।মোঃ সালে মুসা, পিতা- মিজান মিয়া, ৩। মোঃ শামীম মিয়া, পিতা কামাল মিয়া, ৪। ফয়সাল মিয়া পিতা- নূর মোহাম্মদ।
বৃহস্পতিবার বলেন ( ২৪ ফেব্রুয়ারি) মোবাইল কোর্টের অভিযানে গাঁজা সেবন, বিক্রয় ও সংরক্ষণের দায়ে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় তিনজনকে ১০০ টাকা অর্থদণ্ড ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ০১জনকে,১০০টাকা ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন ।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন বলেন মাদক একটি সমাজ কে একটি পরিবারকে ধ্বংস করে দেয় মাদকের বিরুদ্ধে আমাদের সম্মিলিত অভিযান এবং মোবাইল কোর্ট অব্যাহত থাকবে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে মাদক ব্যবসায়ী ও সেবনকারীর বিরুদ্ধে সঠিক তথ্য দিয়ে, আমাদেরকে সহযোগিতা করবেন, মাদক কারবারি যত শক্তিশালীই হোক আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসব।
উক্ত মাদকসেবীকে নবীনগর থানার এসআই নাজিমুদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেপ্তার করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here