মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়াতে হবে…. লায়ন গনি মিয়া বাবুল

0
119
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন, মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। মানুষের মানবিক মূল্যবোধ, কল্যাণবোধ, পারস্পরিক সৌহার্দ্যতা বাড়ানোর জন্যে বাঙালির নিজস্ব নান্দনিক সংস্কৃতির বিকাশ অপরিহার্য। দেশীয় নাটক, জারি-সারি-গান, পুঁথি, যাত্রাপালা প্রভৃতির মাধ্যমে বাঙালির জাপিত জীবনের প্রকৃত চিত্র ফুটে ওঠে। বাঙালির নিজস্ব অসাম্প্রদায়িক সংস্কৃতির চর্চার জন্যে পাঠ্যক্রমে এই বিষয়গুলো আরো অধিক অন্তর্ভূক্ত করা প্রয়োজন। বর্তমান আকাশ সংস্কৃতির দৌরাত্মের কারণে বাঙালির নিজস্ব সংস্কৃতি ক্রমাগত হারিয়ে যাচ্ছে। ফলে দেশীয় সংস্কৃতির উন্নয়ন ও সংরক্ষণে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
ঢাকার ইউনিটি কালচারাল ড্রামা’র উদ্যোগে ১৫ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় ‘প্রেমের নাম বেদনা’ নাটক মঞ্চস্থ উপলক্ষে সূত্রাপুরস্থ জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি শেখ আসাদুজ্জামান আজমের সভাপতিত্বে আলোচনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন চিত্তরঞ্জন দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা অধ্যাপক মো. হাফিজ উদ্দিন খন্দকার।
আয়েশা আক্তার রুনা প্রযোজিত, মুজাহিদ মোহাম্মদ মেহেজান পরিচালিত ‘প্রেমের নাম বেদনা’ নাটকে অভিনয় করেন মুস্তাফিজুর রহমান রিপন, রুনা আক্তার, জাদু আজাদ, ওহিদ মোরাদ, মনিরুজ্জামান বাদশা, আব্দুর রহিম, রিনা খান, বাসরী, নদী ও শাকিরা।
বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক দর্শক শ্রোতারা নাটকটি উপভোগ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here