মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিতকরণে ‘‘আমার স্বপ্ন আমার স্কুল

0
191
728×90 Banner

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলে মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিতকরণে ‘‘আমার স্বপ্ন আমার স্কুল’’ (মডেল স্কুল) বাস্তবায়ন উপলক্ষে অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সদর উপজেলার গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠ মডেল স্কুল চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী (অব:) শৈলেন্দ্রনাথ সাহার সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা, বিশেষ অতিথি নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ আফতাবুর রহমান হেলালী, গোবরা মিত্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, বিছালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রশীদ।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, ‘ ছাত্র-ছাত্রীদের ভালো লেখাপড়ার ক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। স্কুল থেকে আসার পর আমাদের সন্তান পড়াশোনা করছে নাকি মোবাইল নিয়ে বসে আছে সেদিকে বিশেষ সতকর্ক থাকতে হবে।
তিনি আরো বলেন, এসএসসি পাসের আগে কোনোভাবেই ছাত্রছাত্রীদের হাতে মোবাইল ফোন ও মোটরসাইকেল ব্যবহার করতে দেয়া যাবে না। কারণ, এ বয়সের ছাত্রছাত্রীরা মোবাইল ফোনের ভালোর চেয়ে খারাপ দিকে বেশি মন দেয়। ছাত্ররা বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালানোর কারনে দুর্ঘটনার শিকার হয়ে হতাহতের ঘটনা মাঝে মধ্যে আমরা শুনতে পাই। আদরের সন্তানের বায়না প‚রণ করতে গিয়ে অনেক অভিভাবকের স্বপ্ন দু:স্বপ্নে পরিণত হচ্ছে। আমাদের সন্তানদের সুসন্তান হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্রছাত্রীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here